ঢাকা, বুধবার   ২৬ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

তামিমের চিকিৎসা নেয়ার ভিডিও ভাইরাল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:০৪, ২৪ মার্চ ২০২৫ | আপডেট: ১৫:১৫, ২৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

সাভারের বিকেএসপিতে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের ম্যাচ খেলতে নেমে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তামিম ইকবাল। বুকে তীব্র ব্যথার কারণে বিকেএসপির পাশে বেগম ফজিলাতুন্নেছা হাসপাতালে ভর্তি করানো হয়েছে বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ককে।

সেখানে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা ও এনজিওগ্রামের পর তামিমের হার্টে ব্লক ধরা পড়ে এবং তার হার্টে একটি রিং পরানো হয়।

জানা গেছে, অসুস্থ তামিমকে চিকিৎসার জন্য ঢাকায় আনতে মেঘনা এভিয়েশনের একটি হেলিকপ্টারও বিকেএসপিতে আসে। তবে হেলিকপ্টারে নেওয়ার অবস্থায় ছিলেন না তামিম।

হাসপাতালে তামিমের স্ত্রী আয়েশা সিদ্দিকা ও বড় ভাই নাফিস ইকবালও পৌঁছান। তামিম ইকবালের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে বলে জানা গেছে। ক্রিকেটপ্রেমী ও তার ভক্তরা তার দ্রুত সুস্থতা কামনা করছেন।

এদিকে অসুস্থ তামিম ইকবালের চিকিৎসার একটির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওটিতে দেখা যায়, অসুস্থ তামিমকে চিকিৎসা দিচ্ছেন ডাক্তাররা। 

ভিডিওটির কমেন্টে এর মধ্যেই লক্ষাধিক কমেন্ট করেছে তামিমের ভক্তরা। তারা তামিমের দ্রুত সুস্থতা কামনা করেছেন। সঙ্গে মহান আল্লাহর দরবারে দোয়া করেছেন। 

ভিডিওটির লিঙ্ক: https://youtu.be/qQXk3yYhAxA?si=9WDO9GValLP4Izn_

 

এসএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি