ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

তামিমের ঝোড়ো ফিফটি, বাংলাদেশের উড়ন্ত সূচনা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৪৬, ৭ আগস্ট ২০২২ | আপডেট: ১৪:৫১, ৭ আগস্ট ২০২২

ফিফটি হাঁকানোর পথে তামিম ইকবালের একটি শট

ফিফটি হাঁকানোর পথে তামিম ইকবালের একটি শট

পরাজয় দিয়ে ওয়ানডে সিরিজ শুরু করা টাইগারদের জন‍্য বড় ধাক্কা হয়ে এসেছে ইনজুরি সমস্যা। এ অবস্থায় একাদশে তিন পরিবর্তন নিয়ে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ দল। জিম্বাবুয়ে একাদশেও এসেছে পাঁচ পরিবর্তন।

আগে ব্যাট করতে নেমে এদিন এনামুল হক বিজয়কে নিয়ে রীতিমত দুর্দান্ত সূচনা করেছেন অধিনায়ক তামিম ইকবাল। চার-ছক্কার ফুলঝুরি ছুটিয়ে ইনিংসের ১০ম ওভারেই ব্যক্তিগত ফিফটি পূরণ করেন। ১০টি চার ও এক ছক্কায় ৪৩ বলেই ৫৫তম ফিফটি পূরণ করেন দেশ সেরা ওপেনার। যাতে দলীয় স্কোর দাঁড়ায় ৬২-তে। 

এ রিপোর্ট লেখা পর্যন্ত ১১ ওভারে টাইগারদের সংগ্রহ বিনা উইকেটে ৬৬ রান। তামিম ইকবাল ৫০ রানে এবং বিজয় ১৪ রানে ক্রিজে আছেন।

রোববার (৭ আগস্ট) হারারেতে অনুষ্ঠিত দ্বিতীয় ম্যাচের টসেও হেরেছেন টাইগার ক্যাপ্টেন তামিম ইকবাল খান। ফলে আজও আগে ব্যাটিংয়ে নামতে হচ্ছে বাংলাদেশ দলকে। এ নিয়ে এবারের জিম্বাবুয়ে সফরে টানা পাঁচ ম্যাচেই টস হারল সফরকারীরা।

এদিন তিন পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। অন্যদিকে, টস জিতে পাঁচ পরিবর্তন নিয়ে বোলিংয়ে নামছে জিম্বাবুয়ে। 

দ্বিতীয় ম্যাচে জিততেই হবে বাংলাদেশ দলকে। সিরিজে ঘুরে দাঁড়াতে মরিয়া ইনজুরি জর্জরিত টাইগার একাদশে তাই এসেছে ৩টি পরিবর্তন। লিটনের পরিবর্তে খেলছেন শান্ত এবং মুস্তাফিজ ও মোসাদ্দেকের বদলি হিসেবে একাদশে ঢুকেছেন তাইজুল ইসলাম ও হাসান মাহমুদ।

বাংলাদেশ একাদশ:
তামিম ইকবাল (অধিনায়ক), এনামুল হক বিজয় (উইকেটরক্ষক), নাজমুল হোসাইন শান্ত, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, আফিফ হোসাইন, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও হাসান মাহমুদ।

জিম্বাবুয়ে একাদশ:
তাদিওয়ানশে মারুমানি, তাকুদজোওয়ানশে কাইটানো, ইনোসেন্ট কাইয়া, ওয়েসলি মাধেভেরে, সিকান্দার রাজা, রেগিস চাকাভা (অধিনায়ক), টনি মুনিয়ঙ্গা, লুক জংওয়ে, ব্রাড ইভান্স, ভিক্টর নিয়াউচি ও তানাকা চিভাঙ্গা।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি