তামিমের ধূমপানের তথ্য প্রকাশ, দুঃখ প্রকাশ সেই ২ চিকিৎসকের
প্রকাশিত : ১৭:০৮, ২৮ মার্চ ২০২৫

বাংলাদেশের তারকা ক্রিকেটার তামিম ইকবালের চিকিৎসা নিয়ে সন্তুষ্ট তার ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা। দেশবরেণ্য ক্রিকেটার তামিমের চিকিৎসার কোনোই ত্রুটি হয়নি। সেটি হোক কেপিজে হাসপাতাল কিংবা এভারকেয়ার হাসপাতাল। কর্তব্যরত চিকিৎসকরা দেশের অন্যতম সেরা ক্রিকেটারকে সুস্থ করে তুলতে সামর্থ্যের সবটুকু উজাড় করে দিয়েছেন। সবশেষ রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে তিনি বনানী ডিওএইচএসের নিজ বাসায় ফিরে গেছেন। তবে তার চিকিৎসার পাশাপাশি একটি ভিন্ন প্রসঙ্গ দেশব্যাপী আলোচনার জন্ম দিয়েছে।
এভারকেয়ার হাসপাতালের দুই সিনিয়র চিকিৎসক, প্রফেসর সাহাবউদ্দীন তালুকদার ও মেডিকেল ডিরেক্টর আরিফ রহমান, একটি সংবাদ সম্মেলনে তামিমের ধূমপানের প্রসঙ্গ তুলে ধরেন। তারা জানান, তামিম ধূমপান করেন এবং হাসপাতালে থেকেও ধূমপান করতে চেয়েছিলেন। চিকিৎসকদের এমন বক্তব্য ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করে। অনেকেই এটিকে অপেশাদার আচরণ হিসেবে দেখছেন।
অনেকের মত, দেশের অন্যতম হৃদরোগ বিশেষজ্ঞ প্রফেসর সাহাবউদ্দীন তালুকদার ও এভারকেয়ার হাসপাতালের মেডিকেল ডিরেক্টর আরিফ রহমানের মতো দায়িত্বশীল চিকিৎসকের মুখে ‘তামিম ধূমপান করেন, এভারকেয়ারে এসেও ধূমপান করতে চেয়েছেন, বলার পরও ধূমপান ছাড়তে অনীহা’- এমন কথা শুনে বিরাগভাজন হয়েছেন।
দেশের অগণিত তামিমভক্ত, ক্রিকেট ও ক্রীড়া অনুরাগীরা মনে করেন, চিকিৎসকরা অপেশাদার মানসিকতার পরিচয় দিয়েছেন। তামিমের মতো একজন ক্রিকেটারের পারিবারিক, সামাজিক ও পেশাগত জীবনের কথা চিন্তা করে ধূমপানের প্রসঙ্গ সরাসরি না বললেই ভালো হতো।
সমালোচনার মুখে অবশেষে শুক্রবার বিকেলে নতুন এক সংবাদ সম্মেলনে এই দুই চিকিৎসক নিজেদের বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেন।
প্রফেসর সাহাবউদ্দীন তালুকদার বলেন, ‘তামিমের শারীরিক অবস্থার বর্ণনা দিতে গিয়ে ধূমপানের প্রসঙ্গ উঠে আসে। হৃদরোগীদের জন্য ধূমপান কতটা ক্ষতিকর তা বোঝাতে গিয়ে অনিচ্ছাকৃতভাবে তামিমের প্রসঙ্গ টেনে এনেছি, যা উচিত হয়নি। এজন্য আমি দুঃখিত।’
মেডিকেল ডিরেক্টর আরিফ রহমানও তার বক্তব্যের জন্য ক্ষমা চেয়ে বলেন, ‘আমরা বুঝতে পেরেছি, এই তথ্য প্রকাশের ফলে তামিম ভাইয়ের ব্যক্তিগত, পারিবারিক ও পেশাগত জীবনে নেতিবাচক প্রভাব পড়তে পারে। এজন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত ও ক্ষমাপ্রার্থী।’
এমবি//