ঢাকা, রবিবার   ৩০ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

তামিমের শারীরিক অবস্থা জানালেন এভারকেয়ারের চিকিৎসকরা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৪১, ২৭ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

দেশের অন্যতম সেরা ওপেনার তামিম ইকবাল বর্তমানে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সাভারের কেপিজে হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর এভারকেয়ারে স্থানান্তরিত হন তিনি। সেখানে হৃদরোগ বিশেষজ্ঞ প্রফেসর সাহাবউদ্দীন তালুকদারের তত্ত্বাবধানে চিকিৎসা চলছে তার।

তামিমের চিকিৎসার জন্য পাঁচ সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে, যার নেতৃত্বে রয়েছেন প্রফেসর সাহাবউদ্দীন তালুকদার। চিকিৎসকরা তার শারীরিক অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন এবং তার পরিবারিক ইতিহাস বিবেচনায় নিয়ে চিকিৎসা পরিকল্পনা করছেন।

তামিম ইকবালের পরিবারের হৃদরোগের ইতিহাস রয়েছে। তার প্রয়াত চাচা ইকবাল খান হৃদরোগে আক্রান্ত ছিলেন এবং বড় ভাই নাফিস ইকবালেরও হৃদরোগের সমস্যা ছিল। এসব তথ্য মাথায় রেখে চিকিৎসকরা তামিমকে খাদ্যাভ্যাস ও জীবনযাপনের পরিবর্তনের পরামর্শ দিয়েছেন।

চিকিৎসকরা জানিয়েছেন, তামিম ধূমপান করতেন এবং তার জন্য এটি অত্যন্ত ক্ষতিকর হতে পারে। প্রথমে তিনি ধূমপান ছাড়তে অস্বীকৃতি জানালেও চিকিৎসকদের বোঝানোর পর তা ত্যাগের প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি ই-সিগারেট (ভেপ) গ্রহণের চিন্তা করেছিলেন, তবে চিকিৎসকরা তাও নিষেধ করেছেন।

চিকিৎসকদের মতে, তামিম এখন মোটামুটি স্থিতিশীল অবস্থায় আছেন এবং কয়েকদিনের মধ্যে হাসপাতাল থেকে বাসায় ফিরতে পারেন। তবে ক্রিকেটে ফেরার বিষয়টি নির্ভর করছে পরবর্তী তিন থেকে চার মাসের পরীক্ষা-নিরীক্ষার ওপর। চিকিৎসকরা জানিয়েছেন, এই সময়ের মধ্যে তার শারীরিক উন্নতি পর্যবেক্ষণ করা হবে এবং তারপর সিদ্ধান্ত নেওয়া হবে।

এমবি//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি