ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

তামিমের সঙ্গী: লিটন না বিজয়?

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:০৯, ২৮ জুলাই ২০১৮

গায়ানায় ইতিহাস রচিত হতে পারতো আরও দু’দিন আগেই। কিন্তু ব্যাটসম্যানদের দৃঢ়তার অভাবে সেটি আর হয়ে উঠেনি। সেই আক্ষেপ ঘুচাতে আজ সিরিজ নির্ধারনী ম্যাচে মাঠে নামছেন মাশরাফিরা। সেন্ট কিটসে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়।

আজকের ম্যাচটি দুই দলের জন্যই বড় চ্যালেঞ্জ। দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আগের ম্যাচটি মাত্র ৩ রানে জিতে তেতে রয়েছে ক্যারিবিয়রা। তারা কোনোভাবেই আজ জয় হাতছাড়া করতে চাইবে না। এদিকে টেস্ট সিরিজ হারার তরতাজা যন্ত্রণা নিয়ে শুরু হওয়া ওয়ানডে সিরিয়ে প্রথম ম্যাচ জিতে আত্মবিশ্বাস ফিরে পায় বাংলাদেশ। গত ম্যাচে ভালো খেলেও তীরে এসে তরী ডুবে। তাই সিরিজ নির্ধারনী আজকের ম্যাচটি যেকোনোভাবে জিততে মরিয়া টাইগাররা।

ক্রিকেটবোদ্ধারা মনে করছেন, আজকের ম্যাচের একাদশ নির্বাচন নান্নুদের জন্য একটু চ্যালেঞ্জ-ই বটে। কারণ গায়ানার মতো ব্যাটিং বান্ধব হবে না আজকের পিচ। সেন্ট কিটসে আজ ব্যাটসম্যানদের কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হবে। অপেক্ষাকৃত অভিজ্ঞরাই এখানে ভালো করবেন।

আজকের ম্যাচে তামিমের সঙ্গী হবেন কে এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে নিযুত ক্রিকেট ভক্তের মনে। ওপেনিংয়ে তামিমের সঙ্গী হিসেবে দুটি অপশন বিবেটনায় আছে নান্নুদের হাতে। এক. লিটন দাস, দুই. এনামুল হক বিজয়। দু’জনই ডানহাতি ব্যাটসম্যান। বা হাতি তামিমের সঙ্গী হিসেবে ডান হাতি কাউকে নামানোর তাগিদ থাকে টিম ম্যানেজমেন্টের।

এই পজিশনটি নিয়ে নির্বাচনদের রীতিমতো লড়াই করতে হচ্ছে। তামিমের সঙ্গী হিসেবে ধারাবাহিক পারফরমার খুঁজতে হচ্ছে বহুদিন ধরে। কিন্তু কেউ-ই দৃঢ়তা দেখাতে পারেন নি। তামিমের সঙ্গে এ পর‌্যন্ত ম্যাচ ওপেন করেছেন ইমরুল কায়েস, সৌম্য সরকার, বিজয়, শাহরিয়ার নাফিস ও লিটন দাস।

এদের মধ্যে ইমরুল কায়েস-ই বেশি খেলেছেন। তবে এই সিরিজে ইমরুল কায়েস দলে নেই। এখন দুই বিকল্প বিজয় ও লিটন দাস থেকে কাউকে বেছে নিতে হবে নান্নুদের।

গত দুই ম্যাচে ওপেনিং করেন বহুদিন পর জাতীয় দলে ডাক পাওয়া বিজয়। কিন্তু খুব একটা সফল হন নি। প্রথম ম্যাচে রানের খাতা না খুলেই বিদায় নেন উইকেট থেকে। দ্বিতীয় ম্যাচে ২৩ করেন। ক্যারিবিয় কন্ডিশনে যে নিজেকে মানাতে পারেন নি বিজয় সেটি আরও একবার প্রমাণ করলেন। কারণ প্রস্তুতি ম্যাচেও তিন বল খেলে রান ছাড়াই মাঠ ছাড়তে হয়েছে তাকে।

এমতাবস্থায় প্রশ্ন দেখা দিয়েছে ইনফরমান লিটন দাসকে বাদ দিয়ে বিজয়কে কেন বারবার সুযোগ দেওয়া হচ্ছে। তাছাড়া আজকের মাঠ যেহেতু বোলিং সহায়ক তাই এখানে ফর্মে থাকা লিটনকে নামানোই হবে বুদ্ধিমানের কাজ।

 লিটন প্রস্তুতি ম্যাচে ৭৮ বল খেলে করেছেন ৭০ রান। টেস্ট সিরিজে অন্য ব্যাটম্যানরা যখন ব্যর্থতার পরিচয় দিয়েছে সেখানে লিটন কিছুটা হলেও দৃঢ়তা দেখিয়েছেন। এছাড়া তার সাম্প্রতিক পারফর্মমেন্স মন্দ নয়। ঘরোয়াতেও প্রচুর রান পেয়েছেন। তবে কেন লিটনকে বসিয়ে রাখা?

/ এআর /


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি