ঢাকা, বুধবার   ২৬ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

তামিমের সুস্থতা কামনায় হামজা চৌধুরীর প্রার্থনা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৩৬, ২৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

সাভারের বিকেএসপিতে আজ মোহামেডানের ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ খেলতে গিয়ে হৃদ্‌রোগে আক্রান্ত হন তামিম ইকবাল। বিকেএসপির অদূরে কাশিমপুরের কেপিজে স্পেশালাইজড হাসপাতালে তিনি এখন চিকিৎসাধীন। হার্টে ব্লক ধরা পড়ার পর একটি রিংও পরানো হয়েছে। বর্তমানে তামিম কার্ডিয়াক কেয়ার ইউনিটে (সিসিইউ) আছেন। তামিমের হাসপাতালে ভর্তির খবর ছড়িয়ে পড়তেই তার সুস্থতা কামনা করেছেন সতীর্থরা। বাদ যাননি প্রবাসী ফুটবলার হামজা চৌধুরীও।

টি স্পোর্টসের প্রকাশিত এক ভিডিওতে হামজা চৌধুরী বলেন, ‘এই সংবাদ আমাকে খুব ব্যথিত করেছে। তামিম ও তার পরিবারের জন্য শুভকামনা। ইনশাল্লাহ, সে খুব দ্রুতই সুস্থ হয়ে যাবে।

এর আগে, পেসার তাসকিন আহমেদ বলেন, ‘ঢাকার সাভারে অবস্থিত বিকেএসপিতে একটি ম্যাচ চলাকালীন তামিম ইকবাল ভাই গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং তাঁর অবস্থা অবনতির দিকে। তিনি এখন লাইফ সাপোর্টে আছেন। এই কঠিন সময়ে আপনার প্রার্থনায় তাকে স্মরণে রাখুন। আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থ করে তোলেন।

অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ বলেন, ‘হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে লাইফ সাপোর্টে ভর্তি তামিম ইকবাল ভাই। যেভাবে ক্রিজে আপনি ছিলেন অটল, তেমনি এই কঠিন সময়ে আপনার সাহস ও দৃঢ়তার মাধ্যমে দ্রুত সুস্থ হয়ে ফিরে আসবেন। এটাই আমি তথা পুরো দেশবাসী বিশ্বাস করি। মহান রাব্বুল আলামিন আপনাকে দ্রুত সুস্থ করে দিন, আমিন।

ওপেনার তানজিদ হাসান তামিম বলেন, ‘‘সবার কাছে অনুরোধ, তামিম ইকবাল ভাইকে আপনাদের প্রার্থনায় রাখবেন। আল্লাহ যেন তার সঙ্গে থাকেন।’’

ফেসবুকে এক পোস্টে মাশরাফি লিখেছেন, ‘মহান আল্লাহ তোর সহায় হোন, তামিম। দ্রুত সুস্থ হয়ে ফিরে আয় সবার মাঝে ইনশাআল্লাহ।’

শ্রীলঙ্কার কিংবদন্তি লাসিথ মালিঙ্গা লিখেছেন, ‘তামিমের দ্রুত এবং পুরোপুরি সুস্থতা কামনা করছি! মাঠে যেমনটা তুমি সব সময় করেছ, ঠিক তেমনই লড়াই চালিয়ে যাও।’

সুস্থতা কামনা করে পোস্ট দিয়েছে আইপিএলের বর্তমান চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। তাদের বার্তা দ্রুত সেরে ওঠো, তামিম ইকবাল। পুরো ক্রিকেট মহল তোমার জন্য প্রার্থনা করছে।

এখন পর্যন্ত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন তামিম। তবে মাঝে জ্ঞান ফিরেছেন তার। পরিবারের সঙ্গে কথাও বলেছেন। তবে ৪৮ ঘণ্টা তামিমকে নিবিঢ় পর্যবেক্ষণে রাখতে হবে। তারপরই তার শারীরিক অবস্থা সম্পর্কে নিশ্চিত করে মন্তব্য করা যাবে।


এমবি//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি