তারুণ্যে আজ জঙ্গীবাদের কলঙ্ক
প্রকাশিত : ১১:০০, ১৬ আগস্ট ২০১৬ | আপডেট: ১১:০০, ১৬ আগস্ট ২০১৬
তারুণ্যে আজ জঙ্গীবাদের কলঙ্ক! গুটি কয়েক বিপথগামী তরুনের কুকর্মে কোলষিত হচ্ছে দেশের ভাবমূর্তি। যেই তারুণ্যের স্বাধীকারের আন্দোলন একাত্তরে ছিনিয়ে এনেছিল বাংলাদেশ; সেই তারুণ্যকে ঘিরে আজ কেন জঙ্গীবাদ আলোচনা! কেন মুখ থুবড়ে পরেছে ছাত্র রাজনীতি! আদৌ কি ফিরবে সুস্থ রাজনীতির পরিবেশ!
সেই ১৯৫২ সালে মাতৃভাষাকে জয় করে বিশ্বকে তাক লাগিয়ে দেয়া শক্তির নাম ছাত্র আন্দোলন। এরপর ১৯৬৮ থেকে ১৯৭১ঃ ঊনসত্তরের সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ, ১১ দফা আর তারই সূত্র ধরে জাতীয়তাবাদের চেতনা; সেই থেকে স¦াধীকারের আন্দোলন, নিজের একটা পতাকা, হৃদয় নিঙরানো শ্লোগান ’জয় বাংলা’ ছিনিয়ে আনলো প্রানপ্রিয় মাতৃকাঃ বাংলাদেশ - এসবেই ছাত্র রাজনীতি ছিল সামনের সারিতে।
স্বাধীকারের পরও যেকোনো জাতীয় সংকটে ছাত্র সমাজ ছিল অগ্রপথিক, তারুণ্যের দুর্দমনীয় স্পৃহায় তারা জয় করেছে অসাধ্যকে। এমনকি সময়ের প্রয়োজনে তারা গুড়িয়ে দিয়েছে স্বৈরশাসকের তাসের ঘরও।
স্বাধীনতার ৪৫ বছর পর সেই তারুণ্যের কেউ কেউ হয়েছে বিপথগামী; জঙ্গীবাদে দীক্ষিত হয়ে তারা সমাজে নিঘৃত হচ্ছে; ভাবমূর্তি নষ্ট হচ্ছে বাংলাদেশের।
সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র-সংসদ গড়ে উঠলেই আবারো ফিরে আসবে শিক্ষাঙ্গনে সুস্থ ধারা, চর্চা হবে মুক্তি বুদ্ধির আর মুক্তিযুদ্ধের চেতনার; এমনটাই মনে করেন শিক্ষা সংশ্লিষ্টরা।
শিক্ষাঙ্গনে সুস্থ ছাত্র রাজনীতির পরিবেশ ফিরে এলে দেশ মুক্তি পাবে জঙ্গীবাদের কালো ছোবল থেকে এমনও মনে করেন তারা।
আরও পড়ুন