ঢাকা, বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪

তারুণ্যে মুগ্ধ জিদান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০০:১০, ৬ জানুয়ারি ২০১৮ | আপডেট: ০০:১৪, ৬ জানুয়ারি ২০১৮

গ্যারেথ বেল ও দানি কারবাহাল ছাড়া নুমানসিয়ার বিপক্ষে রিয়াল মাদ্রিদের নয় জনই ছিলেন অনিয়মিত। ম্যাচে অনিয়মিত হলেও তারা কোচকে হতাশ করেনি। এই তরুণরাই জয় এনে দিয়েছে। ম্যাচ শেষে তাই তাদের প্রশংসায় পঞ্চমুখ কোচ জিনেদিন জিদান।

বৃহস্পতিবার কোপা দেল রের শেষ ষোলোর প্রথম লেগে নুমানসিয়ার মাঠে ৩-০ গোলে জয় পায় রিয়াল মাদ্রিদ। পেনাল্টি থেকে বেল ও বদলি হিসেবে নামা ইসকো লক্ষ্যভেদ করেন। অন্য গোলটি আসে বোরহা মায়োরালের।

জিদান বলেন, এখানে খেলতে আসাটা সহজ ছিল না, তারা ভালো খেলেছে। আমাদের জন্য ম্যাচটা কঠিন করে তুলেছিল, কিন্তু আমরা জয় নিয়ে মাঠ ছেড়েছি। তিনি বলেন, যারা আজ খেলেছে তাদের অনেকেই নিয়মিত খেলে না। তারা খুবই ভালো খেলেছে এবং ভালো কিছু অর্জন করেছে, তাদের জন্য আমি খুশি। দ্বিতীয় লেগেও আমরা আরেকটি সিরিয়াস ম্যাচ খেলব বলেও জানান তিনি।

 

আর/টিকে


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি