তারেক রহমানের স্থান হবে কারাগারে : আইনমন্ত্রী
প্রকাশিত : ১৩:৫২, ২৭ মার্চ ২০১৯ | আপডেট: ১৫:৩৩, ২৭ মার্চ ২০১৯
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ব্রিটেন থেকে দেশে ফিরিয়ে আনা হবে এবং তার স্থান হবে কারাগারে।’
আজ বুধবার রাজধানীর গুলশানে তার নিজ বাসায় ব্রিটেনের অ্যাম্বাসেডরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ-এর সময় আইনমন্ত্রী এসব কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, ‘দুটি কারণে তারেক রহমানকে ফিরিয়ে আনা হবে। তারেক রহমান বাংলাদেশের আদালত থেকে দণ্ডিত। তিনি একজন সাজাপ্রাপ্ত আসামি। তাই তারেকের স্থান হবে কারাগারে।’
আনিসুল হক আরও বলেন, ‘একজন সাজাপ্রাপ্ত আসামি কারাগারে না থেকে বিদেশে অবস্থান করছেন। তাই তাকে দেশে ফিরিয়ে আনতে চায় সরকার।’
আনিসুল হক বলেন, ‘যুক্তরাজ্য চায়নি এই একটি কারণে (তারেক রহমানকে বাংলাদেশে ফেরত পাঠাতে) বাংলাদেশের সঙ্গে তাদের সম্পর্ক ক্ষুণ্ন হয়। তাই আমরা ইস্যুটি নিয়ে ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে আলোচনা করেছি, তিনি এখন এ বিষয়টি নিয়ে তাদের সরকারের সঙ্গে আলোচনা করবেন। আলোচনার ফলে একটি ইতিবাচক ফলাফল পাওয়ার আশা প্রকাশ করেন মন্ত্রী।’
প্রসঙ্গত, একাধিক ফৌজদারী মামলায় দণ্ডিত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘদিন ধরে লন্ডনে অবস্থান করছেন।
এসএ/
আরও পড়ুন