ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪

তারেককে ফেরাতে সহায়তার আশ্বাস যুক্তরাজ্যের(ভিডিও)

প্রকাশিত : ১৯:৪৯, ২৭ মার্চ ২০১৯

যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয়ে থাকা দন্ডিত বিএনপি সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার ব্যাপারে ঢাকায় ব্রিটিশ হাইকমিশনারের সাথে ইতিবাচক আলোচনা হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। এছাড়া ২৫ মার্চকে আন্তর্জাতিক গণহত্যা দিবসের স্বীকৃতির জন্য সরকারের কাজ শুরুর করার কথাও জানান আইনমন্ত্রী।

২১শে অগাস্ট গ্রেনেড হামলা, জিয়া অরফানেজ ট্রাষ্ট, মানি লন্ডারিং মামলায় দন্ডীত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২০০৮ সালে জরুরী অবস্থার মধ্যে চিকিৎসার জন্য স্বপরিবারে যুক্তরাজ্যে যান ।

তার মত একজন দন্ডিত অপরাধীকে দেশে ফিরিয়ে আনতে ব্রিটিশ সরকার ইতিবাচক ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করেন আইনমন্ত্রী আনিসুল হক। সকালে গুলশানে আইনমন্ত্রীর বাস ভবনে ব্রিটিশ হাই কমিশনার রবার্ট ডিকসনের সাথে সৌজন্য স্বাক্ষাত শেষে তিনি এ কথা বলেন।

এসময় ব্রিটিশ হাই কমিশনার রবার্ট ডিকসন, তারেক রহমান কোন আইনে ব্রিটেনে অবস্থান করছেন, তা নিয়ে লন্ডনের সঙ্গে আলোচনা করার কথা জানান ।

পরে কানাডায় অবস্থানকারী বঙ্গবন্ধুর খুনি নূর চৌধুরীর বিষয়ে কথা বলেন আইনমন্ত্রী।

তাছাড়া ২৫ মার্চকে গণহত্যা দিবসের আন্তর্জাতিক স্বীকৃতির জন্য কাজ শুররু করার কথাও জানান আইনমন্ত্রী।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি