ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

তাসকিনের বিয়েতে উকিল মাশরাফি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:০৯, ২ নভেম্বর ২০১৭

দক্ষিণ আফ্রিকা সফর থেকে দেশে ফিরেই বিয়ের পিঁড়িতে বসেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার তাসকিন আহমেদ। গত মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়ায় দীর্ঘদিনের বান্ধবী সৈয়দ রাবেয়া নাঈমার সঙ্গে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন ২২ বছর বয়সী এই পেসার। আর বিয়েতে উকিল হয়েছেন ক্রিকেটে তাসকিনের আদর্শ বাংলাদেশের ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

তাসকিনের স্ত্রী রাবেয়া নাঈমা আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এআইইউবি)-এ পড়াশোনা করছেন। তাসকিনও এই বিশ্ববিদ্যালয়ে স্নাতক করছেন।

বিয়েতে সতীর্থদের নিমন্ত্রণ থাকলেও বিপিএল নিয়ে ব্যস্ত থাকায় বেশিরভাগই উপস্থিত হতে পারেনি। তামিম ইকবাল একা আসলেও মাশরাফি হাজির হয়েছিলেন পরিবার নিয়ে।

মাশরাফি ও তাসকিনকে ওয়ানডে দলে একসঙ্গে দেখা যাবে। তাদের হাত ধরেই ক্রিকেট বিশ্ব দেখতে পাবে উকিল ‘বাবা-ছেলে’ এক সঙ্গে মাঠে খেলার বিরল ঘটনা ।

এমআর


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি