তিতলির প্রভাবে কুয়াকাটায় কমেছে পর্যটক(ভিডিও)
প্রকাশিত : ১০:২০, ১৪ অক্টোবর ২০১৮ | আপডেট: ১৩:২৭, ১৪ অক্টোবর ২০১৮
ঘুর্ণিঝড় তিতলীর প্রভাবে কুয়াকাটা সমুদ্র সৈকতে কমেছে পর্যটক। থমকে আছে পর্যটন নির্ভর সকল ব্যবসা-বাণিজ্য। পর্যটন শিল্প বিকাশে টেকসই উন্নয়নের কথা বলছেন সংশ্লিষ্টরা।
একই স্থানে দাড়িয়ে সূর্যোদয়-সূর্যাস্তের মত বিরল দৃশ্য উপভোগ করার একমাত্র নয়নাভিরাম লীলাভূমি এই সমূদ্র সৈকতটি।
সুবিশাল এই সৈকত যেন বারাবার হাতছানি দেয় দেশ-বিদেশীপর্যটকদের। কিন্তু এখন প্রাকৃতিক বিরূপ আচারণে পর্যটক নেই বললেই চলে।
গত ৪দিনে তিতলীর প্রভাবে পটুয়াখালীসহ সমগ্র দক্ষিণাঞ্চলে বৈরী আবহাওয়য়ার কারনে হোটেল-মোটেল ব্যবসার ধসের কথা জানালেন সংশ্লিষ্টরা।
দুর্যোগকালীন সময়ে পর্যটকদের জন্য আশ্রয় কেন্দ্রের প্রয়োজনীয়তার কথা বললেন স্থানীয় জনপ্রতিনিধি। পর্যটনকদের সুযোগ সুবিধা নিশ্চিত করতে কর্যকরী ব্যবস্থা নেবে সরকার এমনটাই প্রত্যাশা সবার।
আরও পড়ুন