ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

তিন গুন বেশি বেতনে পিএসজিতে যাচ্ছেন নেইমার!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫৮, ২৩ জুলাই ২০১৭ | আপডেট: ১০:৩৯, ২৪ জুলাই ২০১৭

বার্সেলোনা তারকা নেইমারকে দলে ভেড়াতে চায় পিএসজি। এজন্য পিএসজিতে নেইমারের মূল বেতন ধরা হবে বছরে ত্রিশ মিলিয়ন ইউরোযা বার্সেলোনায় নেইমার এখন যে বেতন পান তার তিন গুন

পিএসজি নেইমারকে বিপুল পরিমাণ নগদ অর্থের পাশাপাশি দেবে একটি জেট বিমান আর বোর্ডের মালিকানাধীন হোটেলের আয়ের একটা অংশ।

পিএসজি নেইমারকে পেতে বার্সেলোনা ক্লাবকে দুইশ’ বাইশ মিলিয়ন ইউরো দিতে প্রস্তুত। এটা ফুটবলের দলবদলের ইতিহাসে রেকর্ড। যা এর আগের সর্বোচ্চ যে রেকর্ডটি ছিল তা এর থেকে অর্ধেকেরও কম। আর দল বদলের সময় এককালীন ৪০ মিলিয়ন ইউরো পাবেন নেইমার।

নেইমারের জন্য যে প্রাইভেট জেট বিমান থাকবে সেটি দিয়েই তিনি উড়ে যেতে পারবেন ব্রাজিল। পিএসজির বোর্ডের মালিকানাধীন হোটেল থেকে যে আয় হবে, তার একটা অংশও নেইমারকে দেয়ার প্রস্তাব করা হয়েছে।

কিন্তু নেইমারকে পাওয়ার জন্য এই পরিমাণ অর্থকড়ি খরচ করতে চাইছে একটা ক্লাব, এটা অনেকেই বিশ্বাস করতে চাইছেন না। লিভারপুলের ম্যানেজার জার্গেন ক্লপের বলেন, পিএসজিতে নেইমারের ট্রান্সফার যদি নিশ্চিত হয়ে যায়, সেটা আধুনিক ফুটবলের সব হিসেব নিকেশকেই বদলে দেবে।

এত কিছুর পরও নেইমার পিএসজিতে যাচ্ছেন? স্কাই স্পোর্টসের অনুমান, নেইমারের পিএসজিতে যাওয়া প্রায় ৯০% নিশ্চিত। অবশ্য বার্সেলোনার ম্যানেজার এর্নেস্তো ভালভার্দের মতে, নেইমারের পিএসজিতে যাওয়ার যেসব খবর বেরোচ্ছে তার পুরোটাই গুজব।  সূত্র: গোল ডট কম, বিবিসি।

 

 

//আর//এআর


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি