তিন জেলায় প্রতিনিধি নিয়োগ দেবে একুশে টেলিভিশন
প্রকাশিত : ১৫:৪৩, ১৫ জানুয়ারি ২০২৫
তিন জেলায় প্রতিনিধি নিয়োগ দেবে দেশের অন্যতম জনপ্রিয় সংবাদ ও বিনোদনভিত্তিক টেলিভিশন চ্যানেল একুশে টেলিভিশন (ইটিভি)। নিচে বিস্তারিত উল্লেখ করা হলো।
পদবী: জেলা/থানা প্রতিনিধি (বরিশাল, বরগুনা ও মোংলা)
যোগ্যতা:
- শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম স্নাতক।
- স্থানীয় ইভেন্ট ও সংবাদ কাভারেজের অভিজ্ঞতা
- নিজস্ব ক্যামেরা থাকা ও চালাতে জানা
- বাংলা ও ইংরেজিতে যোগাযোগে দক্ষতা।
- সংবাদ পরিবেশন এবং সাংবাদিকতার ক্ষেত্রে অভিজ্ঞতা অগ্রাধিকার পাবে।
আবেদনের পদ্ধতি:
আগ্রহী প্রার্থীরা তাদের জীবনবৃত্তান্ত আগামী ১৭ জানুয়ারির মধ্যে ডাকযোগে, কুরিয়ার বা সরাসরি নিম্নোক্ত ঠিকানায় পাঠাতে পারেন। এছাড়াও ইমেইলের news.ekushey@gmail.com মাধ্যমেও সিভি পাঠাতে পারেন। ই-মেইলের বিষয়ে অবশ্যই ‘ আপ্লাই ফর ডিস্ট্রিক্ট করসপনডেন্ট’ উল্লেখ করতে হবে।
অফিস ঠিকানা:
একুশে টেলিভিশন - ইটিভি
১০, কারওয়ান বাজার, ঢাকা-১০০০।
এসএস//