ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

তিন দফা দাবিতে জাবির ডাইনিং কর্মচারীদের বিক্ষোভ

জাবি প্রতিনিধি

প্রকাশিত : ২০:৫২, ৬ ফেব্রুয়ারি ২০২২

চাকরি স্থায়ীকরণসহ তিন দফা দাবীতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডাইনিং হল কর্মচারীরা।

রবিবার (৬ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পাদদেশে সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন এলাকা প্রদক্ষিন করে রেজিস্ট্রার বরাবর স্মারকলিপি প্রদান করে ডাইনিং কর্মচারীরা। 

এসময় ডাইনিং কর্মচারীদের চাকরি স্থায়ী করণ, চাকরির বয়সসীমা বাড়িয়ে ৬৫ বছর করা ও কর্মচারীদের বিমার আওতায় আনার দাবি জানানো হয়। কর্মচারীদের দাবির সঙ্গে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা একাত্মতা পোষণ করেন।

সমাবেশে বক্তব্যে মওলানা ভাসানি হলের ডাইনিং কর্মচারী আবদুল কাইয়ুম সমাবেশে বক্তব্যে বলেন, ‘অতি দুঃখের বিষয় ছাত্ররা জিজ্ঞাসা করে এত কম টাকায় কিভাবে চলে? তারাই আজ বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। কলমের খোচায় আমাদের বের করে দেয়। যেখানে মানুষ গড়ার কারিগর সেখানে এই অমানবিক কাজ চলে।’

এসময় শাখা ছাত্র ইউনিয়নের সভাপতি রাকিবুল রনি বলেন, ‘ডাইনিং কর্মচারীদের পরিস্থিতিকে দাসপ্রথার সাথে তুলনা করা যায়। সর্বোচ্চ ২৭ দিনের মধ্যে দাবী মানা না হলে একসাথে শিক্ষার্থীরা ডাইনিং কর্মচারীদের সাথে আন্দোলন করবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বেইমান না। যারা তাদের দুই বেলা খাওয়ায় তাদের পাশে থাকবে। দরকার হলে ঘটিবাটি নিয়ে যার কাছে যাওয়া লাগবে, যার বাসায় যাওয়া লাগবে, সেখানে যাবে।'

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সাধারণ সম্পাদক কনোজ কান্তি রায় বলেন, ‘প্রশাসনের তালবাহানার কারণে ডাইনিং কর্মচারীরা মানবেতর জীবন যাপন করছেন বছরের পর বছর। একটা বিশ্ববিদ্যালয় এভাবে চলতে পারে না।'

ডাইনিং হল কর্মচারী সমিতির সভাপতি মনির হোসেন বলেন, ‘এই ত্রিশ বছর আমরা কষ্ট করতেছি, আন্দোলন করতেছি। কিছুদিন আগে ৮ জনের চাকরি চলে গেছে। এখন তারা কই যাবে? বেতন নাই, ভাতা নাই আমরা কিভাবে চলবো? এই কথাগুলো আমরা কার কাছে বলবো। আমাদের দুঃখের কথা শুনার কেউ নাই।’

উল্লেখ্য, চাকরি স্থায়ী না হওয়ায় বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের জন্য বরাদ্দ নানা সুযোগ সুবিধা থেকেও বঞ্চিত হচ্ছেন ডাইনিং কর্মচারীরা। অনেকের চাকরির বয়স ৩০ বছরের বেশি হলেও এখনও অনিশ্চিত জীবন যাপন করছেন তারা।

এসি
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি