ঢাকা, মঙ্গলবার   ০৭ জানুয়ারি ২০২৫

তিন বছর পর সৌম্যর সেঞ্চুরি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:০৮, ৪ এপ্রিল ২০১৮

সৌম্য সরকার! দুয়েক বছর আগেও ঘরোয়া ক্রিকেটে ছিলেন রান সংগ্রাহকদের শীর্ষে। তবে অশ্চর্য-েই বটে। টানা তিন বছর ধরে সেই সৌম্য-ই কোন সেঞ্চুরি পাচ্ছিলেন না। তবে এবারের ঢাকা প্রিমিয়ার লিগ যেন আশীর্বাদ হয়ে এসেছে ব্যাটসম্যানদের কাছে। ইতোমধ্যে মোহাম্মদ আশরাফুল একাই করেছেন ৫ সেঞ্চুরি। এবার সেই সেঞ্চুরির তালিকায় নতুন করে নাম লেখালেন সৌম্য সরকার।

আজ প্রায় তিন বছর পর সেঞ্চুরির মুখ দেখলেন সৌম্য! জাতীয় দলের খেলোয়াড়দের পাশাপাশি মোটামুটি পরিচিত খেলোয়াড়েরাও সেঞ্চুরি পেয়েছেন। বিকেএসপির তিন নম্বর মাঠে রেলিগেশন লিগে ব্রাদার্সের মুখোমুখি অগ্রণী ব্যাংক। আগে ব্যাটিংয়ে নেমে অগ্রণীর ৩৩৪ রানের স্কোর গড়ার মূল নায়কে পরিণত হয় সৌম্য সরকার। তার দুর্দান্ত দুর্দান্ত সেঞ্চুরিতেই ৩৩৪ রানে পাহাড়সম স্কোর দাঁড় করায় অগ্রণী ব্যাংক। সৌম ১২৭ বলে ১৫৪ রানের এক ঝলমলে ইনিংস খেলেছেন। ৯ চারের বিপরীতে ছক্কাই মেরেছেন ১১টি। বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে সৌম্যের সর্বশেষ সেঞ্চুরি হয় ২০১৫ সালে। বিসিএলে দক্ষিণাঞ্চলের হয়ে ১২৭ রানের ইনিংস খেলেছিলেন সৌম্য।

ঢাকা প্রিমিয়ার লিগে তাঁর সর্বশেষ সেঞ্চুরি ২০১৪ সালে। আন্তর্জাতিক ও ঘরোয়া অঙ্গন মিলিয়েও প্রায় তিন বছর পর সেঞ্চুরির মুখ দেখলেন সৌম্য। ক্রিকেটের তিন সংস্করণ মিলিয়ে শুধু ওয়ানডেতেই সেঞ্চুরি রয়েছে বাংলাদেশের এ ওপেনারের। সেটা ২০১৫ সালের ২২ এপ্রিল পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে।

এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি