ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

তিন মাসে বিনিয়োগ প্রস্তাব ১৮ শতাংশ বেড়েছে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:২২, ৩০ জানুয়ারি ২০১৮ | আপডেট: ২৩:৪৯, ৩০ জানুয়ারি ২০১৮

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ ২০১৭ সালের অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত তিন মাসে মোট ৪৮৩টি শিল্প প্রতিষ্ঠান থেকে মোট লাখ ২৬ হাজার ৪০৯ দশমিক ৬২০ মিলিয়ন টাকা বিনিয়োগ প্রস্তাব পেয়েছে। তিন মাসে এর আগের তিন মাসের তুলনায় বিনিয়োগ প্রস্তাব ১৮ দশমিক ৪৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। বিডার এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৭ সালের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত তিন মাসে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষে নিবন্ধিত মোট ৩৯১টি শিল্প ইউনিটের প্রস্তাবিত বিনিয়োগের পরিমাণ ছিলো ৬ লাখ ৯৭ হাজার ৬৬১ দশমিক ৮৫৩ মিলিয়ন টাকা।

বিডা জানায়, ২০১৭ সালের অক্টোবর থেকে ডিসেম্বর এ তিন মাসে সম্পূর্ণ স্থানীয় বিনিয়োগের জন্য নিবন্ধিত ৪৪০টি শিল্প ইউনিটে প্রস্তাবিত অর্থের পরিমাণ ২ লাখ ৬১ হাজার ৪৯ দশমিক ৫৪৭ মিলিয়ন টাকা। ২০১৭ সালের জুলাই-সেপ্টেম্বর পর্যন্ত তিন মাসে স্থানীয় বিনিয়োগের জন্য নিবন্ধিত ৩৬১টি শিল্প ইউনিটে প্রস্তাবিত অর্থের পরিমাণ ছিলো ৫ লাখ ১৬ হাজার ২৭৭ দশমিক ১৩৭ মিলিয়ন টাকা।

একই সময়ে ২২টি শতভাগ বিদেশি ও ২১টি যৌথ বিনিয়োগের জন্য নিবন্ধিত শিল্পে অর্থাৎ বৈদেশিক বিনিয়োগ সম্বলিত মোট ৪৩টি নিবন্ধিত শিল্প ইউনিটের প্রস্তাবিত বিনিয়োগের পরিমাণ দাঁড়িয়েছে ৫ লাখ ৬৫ হাজার ৩৬০ দশমিক শূন্য ৭৩ মিলিয়ন টাকা। বিগত জুলাই- সেপ্টেম্বর তিন মাসে বৈদেশিক বিনিয়োগ সম্বলিত মোট ৩০টি নিবন্ধিত শিল্পের প্রস্তাবিত বিনিয়োগের পরিমাণ ছিলো ১ লাখ ৮১ হাজার ৩৮৪ দশমিক ৭১৬ মিলিয়ন টাকা। সে অনুযায়ী বৈদেশিক বিনিয়োগ প্রস্তাব বৃদ্ধি পেয়েছে ২১১ দশমিক ৬৯ শতাংশ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, তিন মাসে স্থানীয় এবং বৈদেশিক সম্মিলিতভাবে কেমিক্যাল শিল্পখাতে সর্বাধিক বিনিয়োগ প্রস্তাব পাওয়া গেছে যা মোট বিনিয়োগের ৬৪ দশমিক ৫৮ শতাংশ। এ ছাড়া পর্যায়ক্রমিকভাবে টেক্সটাইল শিল্পখাতে ১১ দশমিক ৭৩ শতাংশ, সার্ভিস শিল্পখাতে ৯ দশমিক ৩২ শতাংশ, ইঞ্জিনিয়ারিং শিল্পখাতে ৪ দশমিক ২৬ শতাংশ, কৃষি শিল্পখাতে শূন্য দশমিক শূন্য ৮২ শতাংশ এবং অন্যান্য শিল্পখাতে ১০ দশমিক শূন্য ৩ শতাংশ বিনিয়োগ প্রস্তাব পাওয়া গেছে। আলোচ্য তিন মামেস বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষর নিবন্ধিত মোট ৪৮৩টি শিল্পে মোট ৮০ হাজার ২২৬ সংখ্যক জনবলের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। সূত্র: বাসস

 

আ/টিকে


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি