ঢাকা, বৃহস্পতিবার   ০২ জানুয়ারি ২০২৫

তিন মাসের জন্য পাসপোর্ট ফেরত পাচ্ছেন মান্না

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:১৩, ২৪ আগস্ট ২০১৭

চিকিৎসার জন্য বিদেশে যেতে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার পাসপোর্ট তিন মাসের জন্য ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার মান্নার এক আবেদনের শুনানি করে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন তিন বিচারকের আপিল বেঞ্চ এই আদেশ দেন।

রাষ্ট্রদ্রোহ ও উসকানির দুই মামলায় জামিনের শর্ত হিসেবে আপিল বিভাগের নির্দেশে পাসপোর্ট জমা রেখেছেন মান্না। এর আগে চিকিৎসার জন্য বিদেশ যেতে পাসপোর্ট প্রয়োজন জানিয়ে আপিল বিভাগে আবেদন করেন তিনি।

তার আবেদনের ওপর শুনানি করে ঢাকার মুখ্য মহানগর হাকিমকে মান্নার পাসপোর্ট ফেরত দিতে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। একই সঙ্গে মান্নাকে বলা হয়েছে, চিকিৎসা শেষে বিদেশ থেকে ফেরার এক সপ্তাহের মধ্যে আবার পাসপোর্ট জমা দিতে হবে।

মান্নার পক্ষে আদালতে শুনানিতে অংশ নেন আইনজীবী ইদ্রিসুর রহমান আর রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

উল্লেখ্য, নিউইয়র্কে অবস্থানরত বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা এবং অন্য এক ব্যক্তির সঙ্গে মান্নার টেলিআলাপের দুটি অডিও ক্লিপ প্রকাশের পর গত বছর ২৪ ফেব্রুয়ারি গুলশান থানায় সেনা বিদ্রোহে উসকানির অভিযোগে মামলা করা হয়। পরদিন মান্নাকে গ্রেপ্তার করে পুলিশ।

বৈধ সরকারকে অবৈধভাবে উচ্ছেদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র হত্যাচেষ্টার মদদ দেওয়ার অভিযোগ আনা হয় মামলার আসামিদের বিরুদ্ধে। এরপর গতবছর ৫ মার্চ একই থানায় দায়ের করা হয় রাষ্ট্রদ্রোহের একটি মামলা। ওই মামলাতেও মান্নাকে গ্রেপ্তার দেখানো হয়। এ দুই মামলায় গতবছরের শেষ দিকে হাই কোর্ট থেকে জামিন পান মান্না।

 

//আর//এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি