ঢাকা, বৃহস্পতিবার   ০৯ জানুয়ারি ২০২৫

তিন সপ্তাহ মাঠের বাইরে মুশফিক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:১২, ১৬ এপ্রিল ২০১৮

মুশফিকুর রহিম বগুড়ায় বিসিএলের চতুর্থ রাউন্ডের তৃতীয় দিন শেষ করেন সেঞ্চুরির আনন্দ নিয়ে কিন্তু পর দিন সকালেই উবে গেল সেই আনন্দ গা গরমের ফুটবল খেলতে বাঁ অ্যাঙ্কেলে চোট পান মুশফিক খুঁড়িয়ে খুঁড়িয়ে সেদিন ব্যাটিং করলেও বাংলাদেশ দলের উইকেটকিপার তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হচ্ছে

বিসিবি উত্তরাঞ্চল বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) পয়েন্ট তালিকায় সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে। কিন্তু এরই মধ্যে মিডল অর্ডারের তিন গুরুত্বপূর্ণ ব্যাটসম্যানকে হারিয়ে বিপাকে পরেছে দলটি।

উত্তরাঞ্চলের আরোও দু’জন খেলোয়াড় যারা মাঠের বাইরে থাকছেন তার হলেন তারকা ব্যাটসম্যান নাসির হোসেন এবং উত্তরাঞ্চলের নিয়মিত অধিনায়ক নাঈম ইসলাম।

তাদের মধ্যে নাসির হোসেন মুশফিকের মতোই ফুটবল খেলতে গিয়ে চোট পেয়েছেন। অন্যদিকে নাঈম ইসলাম চিকেন পক্সে আক্রান্ত হয়েছেন।

মিরপুরে কাল ইসলামী ব্যাংক পূর্বাঞ্চলের বিপক্ষে উত্তরাঞ্চলের অধিনায়কত্বের ভারটা বইতে হবে জহিরুল ইসলামকে। দলের তিন ভরসাকে হারিয়ে বেশ চিন্তিত মনে হলো তাকে।

 

এমএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি