তিন সিটির প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ চলছে
প্রকাশিত : ১২:০৭, ১০ জুলাই ২০১৮
রাজশাহী, বরিশাল ও সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ চলছে। আজ সকাল ৯ টায় রাজশাহী ও সাড়ে ৯ টায় সিলেট ও ১০ টার দিকে বরিশালে রিটার্নিং কর্মকর্তারা নিজ নিজ দফতরে প্রতীক বরাদ্দের কাজ শুরু করেন।
বরিশাল সিটিতে মেয়র পদে ৬ প্রার্থী, কাউন্সিলর পদে ৯৪ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৩৫ জন প্রতিদ্বদ্বিতা করছেন।
রাজশাহী সিটি নির্বাচনে মেয়র পদে ৫ জন, সাধারণ কাউন্সিলর পদে ১৬০ ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে প্রতিদ্বদ্বিতা করছেন ৫২ জন।
সিলেটে নগরীর মেয়র পদে লড়ছেন ৭ জন। আর বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর পদে ১২৭ প্রার্থী এবং সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী ৬২ জন।
মেয়র পদে দলীয় প্রতীকে নির্বাচন হওয়ায় প্রতীক নিয়ে কর্মী সমর্থদের মধ্যে বাড়তি কোনো আগ্রহ নেই। তবে কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থীদের মধ্যে প্রতীক নিয়ে তুমুল আগ্রহ লক্ষ্য করা গেছে।
তিন সিটির নির্বাচনী কার্যক্রম ব্যাপক প্রস্তুতি নিয়েছে প্রশাসন। প্রতীক পাওয়ার পর আনুষ্ঠানিকভাবে প্রচারে নামবেন প্রার্থীরা।
/ এআর /
আরও পড়ুন