ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

তিনটি অ্যাপস বন্ধ করে দিচ্ছে ফেসবুক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৪৬, ৫ জুলাই ২০১৮

জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের তিনটি অ্যাপস বন্ধ করে দেওয়া হচ্ছে। জনপ্রিয়তা কম থাকর জন্যই এই তিনটি অ্যাপস বন্ধ করে দিচ্ছে বলে জানিয়েছেন ফেসবুক কর্তৃপক্ষ। ফেসবুকের অধীনে থাকা হোয়াটসঅ্যাপ বা ইনস্টাগ্রামের মত অ্যাপগুলি যথেষ্ট জনপ্রিয় হলেও বেশ কিছু এমন অ্যাপ রয়েছে যা সেভাবে চলে না।

ফেসবুকের অধীনে থাকা হ্যালো, মুভস ও টিবিএইচের ব্যবহার খুবই কম। তাই এই তিনটি অ্যাপ আপাতত বন্ধ করে দেওয়া হচ্ছে।

‘হ্যালো’ হচ্ছে অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মে কন্টাক্ট অ্যাপ। ‘মুভস’হলো ফিটনেস অ্যাপ আর টিবিএইচ হলো সামাজিক যোগাযোগের একটি অ্যাপ। গত সোমবার (২ জুলাই) ফেসবুক এক ব্লগ পোস্টে জানিয়েছে, ব্যবহার কম হওয়ার কারণে এই তিনটি অ্যাপ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা।

২০১৪ সালে ফিটনেস অ্যাপ মুভস চালু হয়। এটি গ্রাহকের দৈনন্দিন শারীরিক কার্যক্রমের রেকর্ড রাখে। ৩১ জুলাইয়ের পর অ্যাপটি বন্ধ হয়ে যাবে বলে জানানো হয়েছে। ২০১৫ সালে ব্রাজিল, আমেরিকা ও নাইজেরিয়ার অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য ‘হ্যালো’অ্যাপটি তৈরি করা হয়। এতে কন্টাক্ট নম্বরের পাশাপাশি ফেসবুকের তথ্যও রাখা যায়। কয়েক সপ্তাহের মধ্যে এটিও বন্ধ হয়ে যাবে।

ফেসবুক পণ্য ব্যবস্থাপক নিকিতা বিয়ের ‘টিবিএইচ’অ্যাপটির সহ-প্রতিষ্ঠাতা। ‘টু বি অনেস্ট’কথার সংক্ষিপ্ত রূপ হচ্ছে টিবিএইচ। এটি আমেরিকার হাইস্কুলের ছাত্রছাত্রীদের জন্য বানানো হয়েছিল। এটিতে পরিচয় গোপন করে সামাজিক যোগাযোগ তৈরি করা যায়। ২০১৭ সালে ফেসবুক এই অ্যাপটি কিনে নেয় ও আসন্ন কয়েক সপ্তাহের মধ্যে এটি বন্ধ করে দেওয়া হবে বলে ধারণা করা হচ্ছে।

৯০ দিনের মধ্যে অ্যাপগুলো থেকে ব্যবহারকারীদের তথ্য মুছে ফেলা হবে বলে নিশ্চিত করেছে ফেসবুক কর্তৃপক্ষ।

সূত্র : কলকাতা টুয়েন্টিফোর।

কেএনইউ/ এআর

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি