ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

তিনটি ক্যাটাগরিতে স্বর্ণপদক অর্জন করলো ব্যাংক এশিয়া

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:০৩, ২১ ডিসেম্বর ২০২২

বেস্ট প্রেজেন্টেড অ্যানুয়াল রিপোর্ট-২০২১ এর জন্য দক্ষিণ এশিয়ার ব্যাংক সমূহের মধ্যে সাফা (সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টস্) কর্তৃক তিনটি ক্যাটাগরিতেই “স্বর্ণপদক” অর্জন করলো ব্যাংক এশিয়া। ক্যাটাগরি তিনটি হলো-প্রাইভেট সেক্টর ব্যাংকস্, কর্পোরেট গভর্নেন্স এবং ইন্টিগ্রেটেড রিপোর্টিং। 

ব্যাংক এশিয়ার বোর্ড নির্বাহী কমিটির চেয়ারম্যান রুমি এ হোসেন এবং চীফ ফিন্যান্সিয়াল অফিসার মোহাম্মদ ইব্রাহিম খলিল, এফসিএ, ১৮ ডিসেম্বর ২০২২ তারিখে নেপালের কাঠমুন্ডুতে অনুষ্ঠিত সাফা অ্যাওয়ার্ড বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি নেপালের মহা হিসাব-নিরীক্ষক মি. তানকা মানি শর্মা দাঙাল এবং সাফা’র প্রেসিডেন্ট মি. এইচ. এম. হেন্যায়েক বান্দারার হাত থেকে অ্যাওয়ার্ড গ্রহণ করেন।

মর্যাদাপূর্ণ এ পুরস্কার ব্যাংক এশিয়ার আর্থিক প্রতিবেদনের স্বচ্ছতা, সম্বন্বিত কার্যক্রম এবং কর্পোরেট সুশাসন অনুশীলনের প্রতিচ্ছবি। 
কেআই//
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি