ঢাকা, বুধবার   ১৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

তিব্বত ইস্যুতে মার্কিন কর্মকর্তাদের ওপর চীনের ভিসা নিষেধাজ্ঞা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:২৭, ১৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

তিব্বত নিয়ে “খারাপ আচরণ” করার অভিযোগে মার্কিন কর্মকর্তাদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে চীন। সোমবার (১৪ এপ্রিল) এক বিবৃতিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, তিব্বত চীনের অভ্যন্তরীণ বিষয়, এতে হস্তক্ষেপের অধিকার যুক্তরাষ্ট্রের নেই।

চীনের মুখপাত্র লিন জিয়ান বলেন, “তিব্বতে কর্মরত কর্মকর্তাদের ওপর যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা আন্তর্জাতিক আইন লঙ্ঘনের শামিল।”

এই প্রতিক্রিয়া আসে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক ঘোষণার পর। সেখানে তিব্বতে বিদেশিদের প্রবেশে বাধা দেওয়ার জন্য দায়ী চীনা কর্মকর্তাদের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা দিয়েছিল ওয়াশিংটন।

লিন আরও বলেন, “তিব্বত উন্মুক্ত এলাকা। যে কেউ অনুমতি নিয়ে ভ্রমণ বা ব্যবসার উদ্দেশ্যে এখানে আসতে পারে।” তবে কূটনীতিক ও সাংবাদিকদের জন্য তিব্বতের স্থানীয় কর্তৃপক্ষের বিশেষ অনুমতি প্রয়োজন।

চীন বারবার বলে এসেছে, তিব্বত নিয়ে ধর্ম, মানবাধিকার বা সংস্কৃতির অজুহাতে কোনো দেশ যেন হস্তক্ষেপ না করে।

উল্লেখ্য, ১৯৫০ সালে তিব্বতের নিয়ন্ত্রণ নেয় চীন। দেশটি এটিকে “সামন্তবাদ থেকে মুক্তি” বলে বর্ণনা করলেও আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো তিব্বতে নিপীড়নের অভিযোগ তোলে।

সূত্র: রয়টার্স

এসএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি