ঢাকা, বৃহস্পতিবার   ১৯ সেপ্টেম্বর ২০২৪

তিস্তা নদীতে পানির প্রবাহ না থাকায় চলছে পাথর উত্তোলনের রমরমা ব্যবসা

প্রকাশিত : ০৮:৫১, ১০ মার্চ ২০১৬ | আপডেট: ০৮:৫১, ১০ মার্চ ২০১৬

তিস্তা নদীতে পানির প্রবাহ না থাকার সুযোগে ভারী বোমা মেশিন দিয়ে অবাধে পাথর উত্তোলনের রমরমা ব্যবসা চলছে। নদীর গতিপথ পরিবর্তন, ভূমিধসের আশংকাসহ ঝুঁকির মধ্যে রয়েছে তিস্তা ব্যারেজ সেচ প্রকল্পও। অভিযোগ উঠেছে, অবৈধ পাথর তোলা বন্ধে কর্তৃপক্ষের উদ্যোগ নেই, বরং খোদ প্রশাসনেরই কিছু অসাদু কর্মকর্তার ছত্রছায়ায় চলছে এসব। এভাবেই বোমা মেশিন ব্যবহার করে তিস্তা থেকে অবাধে তোলা হচ্ছে পাথর। আর এতে নীলফামারী ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই, গয়াবাড়ী, টেপাখড়িবাড়ী ইউনিয়নে পাল্টে যাচ্ছে নদীর গতিপথও। নির্মাণে চাহিদা থাকায় রমরমা এখানের পাথর ব্যবসা, হিড়িক পড়েছে অবৈধভাবে পাথর তোলার। স্থানীয়রা বলছেন, দিন-রাত চলে ৫০টিরও বেশি ভারী বোমা মেশিন। এর জন্য নিয়মিত মাসোহারা পায় পুলিশ। এভাবে পাথর উত্তোলনে বড় ভূমিধসের আশংকা দেখা দিয়েছে। ঝুঁকিতে পড়ছে তিস্তা ব্যারেজ প্রকল্পসহ আশপাশের এলাকা। এ বিষয়ে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে জেলা প্রশাসন। নদীবক্ষ থেকে পাথর তোলা বন্ধে অবিলম্বে সরকার উদ্যোগ নেবে এমনটিই প্রত্যাশা এলাকাবাসির।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি