তিস্তা পাড়ের মানুষের চরম সংকট
প্রকাশিত : ১২:২৯, ১০ আগস্ট ২০১৬ | আপডেট: ১৩:১৪, ১০ আগস্ট ২০১৬
এক সময় সব ছিল মুক্তিযোদ্ধা আবুল কাশেম, সাহার আলী, আব্দুল জলিল, হাতেম আলীসহ সহস্রাব্দ পরিবারের। আজ তারা নি:স্ব, অসহায়। তিস্তার করাল গ্রাসে সব হারানো এ’সব পরিবারের এখন ঠিকানা বাঁধ আর তিস্তা বাজার। বাথরুম, খাবার আর নিরাপদ পানির চরম সংকটে পড়েছেন তারা।
নদী কেড়ে নিয়েছে সব। তাই তিস্তা পাড়ের এ’সব মানুষের জীবন এখন যেন নিরন্তর সংগ্রামেরই নামান্তর।
সম্বল ক’খানা টিনের চাল, কাঠের চৌকি, টিনের বাক্স, কিছু কাপড়, হাঁড়ি পাতিল। এ’সব নিয়েই মুক্তিযোদ্ধা আবুল কাসেম ছুঁটে বেড়ান একটু আশ্রয়ের খোঁজে।
নীলফামারীর টেপা খড়িবাড়ি ইউনিয়নের চর খড়িবাড়ি, একতার চর, জিঞ্জিরপাড়া, টাবুর চর আর মেহের আলীর চরে ছিল দুই হাজার পরিবারের বাস। ছিল আবাদি জমি, গরু ছাগল, হাঁস-মুরগি সবই। কিন্তু, তিস্তার গর্ভে চলে গেছে সব।
বাঁধে আশ্রয় নেয়া এ’সব মানুষ পাচ্ছে না পর্যাপ্ত খাবার, নিরাপদ পানি। দুর্ভোগ পোহাতে হচ্ছে শিশু-কিশোরদেরও।
তবে, দুর্গতদের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে বলে জানালেন জেলা প্রশাসক।
এক সময়ের স্বচ্ছল এ’সব মানুষ ত্রাণ নয়, চায় মজবুত বাঁধ।
আরও পড়ুন