ঢাকা, শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪

তিস্তা সমস্যার শিগগিরই সমাধান হবে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:০৩, ২৩ এপ্রিল ২০১৭

শিগগিরই তিস্তা সমস্যার সমাধান হবে বলে জানিয়েছেন ভারতের অর্থমন্ত্রী অরুন জেটলি।
স্থানীয় সময় শনিবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে আইএমএফ সম্মেলনের সাইডলাইন বৈঠকে বাংলাদেশের অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতকে তিনি এ’কথা বলেন। দ্বিপাক্ষিক ওই বৈঠকে, অরুন জেটলি তিস্তা চুক্তি নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতিশ্র“তির কথা তুলে ধরেন। বলেন, বর্তমানে দু’ দেশের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বিরাজ করছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে তিস্তা চুক্তিতে রাজি করাতে কেন্দ্রীয় সরকার সব ধরণের চেষ্টা করে যাচ্ছে জানিয়ে, জেটলি আশা প্রকাশ করেন, শিগগিরই এ ব্যাপারে সিদ্ধান্ত হবে।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি