তিস্তার পানি বন্টন চুক্তি নিয়ে আবারো আলোচনা
প্রকাশিত : ১৮:০৪, ২০ জুন ২০১৬ | আপডেট: ১০:৫১, ২২ জুন ২০১৬
তিস্তার পানি বন্টন চুক্তি নিয়ে আবারো আলোচনা শুরুর আভাস দিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। তিনি বলেছেন, চুক্তি নিয়ে দেশটির অভ্যন্তরীণ দ্বন্দ্ব দূর করারও এখনই সময়। নয়াদিল্লীতে সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী একথা বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম। এদিকে আনন্দবাজার বলছে, আসন্ন মোদি-মমতার আসন্ন বৈঠকেও গুরুত্ব পাবে তিস্তা ইস্যু।
দীর্ঘ দিন ধরেই তিস্তা চুক্তির অপেক্ষায় বাংলাদেশ। ভারতের সঙ্গে বিভিন্নভাবে আলোচনা হলেও কাঙ্খিত ফল আসেনি এখনো। প্রায় এক বছর পর নিরবতা ভেঙ্গে এ নিয়ে কথা বললেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। দিল্লীতে সংবাদ সম্মেলনে জানান, তিস্তা চুক্তি নিয়ে বাংলাদেশ, ভারত ও পশ্চিমবঙ্গ ঐকমত্য হওয়ার এখনই সবচেয়ে ভালো সময়।
বিধানসভা নির্বাচনের পর আবারও পশ্চিমবঙ্গের ক্ষমতায় এসেছেন মমতা বন্দোপাধ্যায়। বাংলাদেশ সরকারের প্রতি তার মনোভাব ইতিবাচক উল্লেখ করেন সুষমা।
এদিকে কলকাতার আনন্দবাজার পত্রিকার প্রতিবেদন বলছে, সংসদের বর্ষা মৌসুমের অধিবেশনের আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে মমতার বৈঠকে গুরুত্ব পাবে তিস্তা ইস্যু। উত্তরবঙ্গে পৃথক জলাধার তৈরির প্রস্তাবসহ বিকল্প দিকগুলো নিয়ে মমতার চিন্তাভাবনা ইতিবাচক ইঙ্গিত দিচ্ছে বলেও উল্লেখ করা হয় প্রতিবেদনে।
এছাড়া নদী সংস্কারে বিশ্ব ব্যাংক থেকে বিপুল পরিমাণ ঋণ পাওয়ার সুযোগও তিস্তা চুক্তির নেপথ্যে কাজ করছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
আরও পড়ুন