ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

তীব্র তাপপ্রবাহে পুড়ছে ইউরোপ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫৬, ১৫ জুলাই ২০২৩ | আপডেট: ১১:০০, ১৫ জুলাই ২০২৩

ইউরোপের বিভিন্ন দেশের ওপর দিয়ে বয়ে যাচ্ছে প্রচণ্ড তাপদাহ। তীব্র তাপপ্রবাহে পুড়ছে ইতালি, স্পেন, ফ্রান্স, জার্মানি, পোল্যান্ড, গ্রিস ও ক্রোয়েশিয়া।

ইউরোপিয়ান স্পেস এজেন্সি জানিয়েছে, ইতালি, স্পেন, ফ্রান্স, জার্মানি এবং পোল্যান্ডে চরম অবস্থা বিরাজ করছে। গ্রিসের তাপমাত্রা ৪০ ডিগ্রির ওপরে। 

শুক্রবার এথেন্সে ৪১ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়। আগামী সপ্তাহে তাপমাত্রা আরও বেড়ে নতুন রেকর্ড গড়বে বলে পূর্বাভাস দেয়া হয়েছে।

ইতালিতে তীব্র গরমে গত এক সপ্তাহে ৪০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে আছেন এক ব্রিটিশ নাগরিক, তিনি রোমের কলোসিয়ামের বাইরে অচেতন হয়ে পড়েছিলেন। ইতালির আবহাওয়া সমিতি এই তাপপ্রবাহের নামকরণ করেছে সারবেরাস তাপপ্রবাহ।

তাপদাহের কারণে গ্রিসে দাবানালের ঝুঁকি বেড়েছে। 

স্পেনে গত কয়েক দিন ধরেই ৪৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা চড়ছে। তীব্র গরমে নাজেহাল হয়ে পড়ছে স্পেনের বাসিন্দারা। রাতের তাপমাত্রাও ২৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামছে না।

হিটস্ট্রোক এড়াতে বেশি বেশি পানি পানের পাশাপাশি কফি ও অ্যালকোহল এড়িয়ে যাওয়ার পরামর্শ দেয়া হচ্ছে। বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ফল হিসেবে তাপপ্রবাহের পরিধি ও সময়কাল বাড়বে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের।

গতবছর তীব্র গরমে ইউরোপজুড়ে ৬০ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়। তবে এবারের তাপপ্রবাহের ফলে চলতি গ্রীষ্মেই গতবারের চেয়ে অনেক বেশি মানুষের মৃত্যু হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি