তীব্র শীতে জবুথবু অবস্থায় পঞ্চগড়ের জনজীবন
প্রকাশিত : ০৯:৫৪, ৯ জানুয়ারি ২০২৫ | আপডেট: ১০:৩৫, ৯ জানুয়ারি ২০২৫
তীব্র শীতে আবারও জুবুথুবু অবস্থায় পড়েছে পঞ্চগড়ের জনজীবন। গতকাল তাপমাত্রা কিছুটা বাড়লেও সারাদিনই সূর্যের দেখা মিলেনি। রাত থেকে সকাল পর্যন্ত বৃষ্টির ফোটার মতো ঝড়ে পড়া কুয়াশা আর হিম শীতল বাতাসে আজও দুর্ভোগ পোহাচ্ছে জেলার সাধারণ মানুষ।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জীতেন্দ্রনাথ রায় জানায়, আজ বৃহস্পতিবার সকাল ছয়টায় ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছেন।
তীব্র ঠাণ্ডার কারণে শহরে তেমন একটা লোকজনের উপস্থিতি নেই। এতে অর্থকষ্টে পড়েছে রিকশা-ভ্যান ও অটোচালকেরা।
পঞ্চগড় সদর আধুনিক হাসপাতালের জরুরি বিভাগ জানিয়েছে, তীব্র ঠাণ্ডার কারণে আজও সকাল থেকেই ঠান্ডাজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে লোকজন হাসপাতালে ভীড় করেছে।
এদিকে, চুয়াডাঙ্গায় হিমেল হাওয়া ও হালকা কুয়াশায় বাড়ছে শীতের তীব্রতা। ঠাণ্ডা বাতাসে বিপর্যস্ত হয়ে পড়ছে সাধারণ মানুষ। শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন খেটে খাওয়া ও ছিন্নমুল মানুষ।
হাড়কাঁপানো শীত ও কুয়াশার মধ্যেই তাদের কর্মস্থলে ছুটতে হচ্ছে। তাদের স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হচ্ছে।
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের পর্যবেক্ষক রকিবুল হাসান জানান, আজ বৃহস্পতিবার সকাল ৬টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস ও বাতাসের আদ্রতা ৯৫ শতাংশ রেকর্ড করা হয়েছে।
তীব্র ঠান্ডার কারণে খেটে খাওয়া দিনমজুর ও শ্রমজীবী মানুষকে সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হয়েছে। এসব মানুষ ঘর থেকে বের হতে পারেননি। ফলে পরিবার-পরিজন নিয়ে তাদের কষ্ট করতে হচ্ছে। কুয়াশার কারণে যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে।
আবারও শীত জেঁকে বসেছে নওগাঁয়। এতে নিম্নআয়ের মানুষ বিপাকে পড়েছে। বিশেষ করে জেলার চাতালের শ্রমিকরা সবচেয়ে বেশি বিপাকে পড়েছে।
নীলফামারীতে শীতের প্রকোপ বাড়ায় চরম বিপাকে পড়েছে খেটে খাওয়া নিম্নআয়ের মানুষ। রোজগার কমে গেছে অনেকের। কখনো কমছে তাপমাত্রার পারদ। আবার কখনও সূর্যের উত্তাপ থাকছে উত্তরের এ জেলাটিতে। একারণে পাল্লা দিয়ে বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা। হাসপাতালগুলোতেও রয়েছে শয্যা সংকট।
বুধবার মৃদু শৈত্যপ্রবাহ আর মেঘলা আকাশ থাকায় সূর্যের দেখা না মিললেও আজ বৃহস্পতিবার সকাল থেকে সূর্যের উত্তাপ ছড়াচ্ছে।
এদিকে গরম কাপড়ের দোকানগুলোতেও মানুষ ভিড় জমাচ্ছে। ক্রেতারা বলছে, শীত নিবারণের জন্যই পোষাক কিনতে আসা, তবে দাম বেশচড়া। বিক্রেতারাও বলছে, শীতের প্রকোপ বাড়ায় মানুষের ভিড় রয়েছে বাজারে। যে যার স্বাধ্যমত কিনছে।
এএইচ
আরও পড়ুন