তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষ
প্রকাশিত : ১১:৫৬, ২২ নভেম্বর ২০২১
গোপালগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শেখ সায়রা খাতুন মেডিকেল কলেজের শিক্ষার্থীদের সাথে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশ, শিক্ষক ও সংবাদকর্মীসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন।
রোববার রাত ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেশ কয়েক রাউন্ড টিয়ার সেল নিক্ষেপ করে পুলিশ।
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা প্রতিদিনের মত মেডিকেল কলেজের মসজিদের সামনের রাস্তার ওপর ক্রিকেট খেলতে শুরু করলে নিষেধ করে মেডিকেলের ছাত্ররা। একইসাথে সন্ধ্যার পর মেডিকেলের মধ্যে ঢুকতে বারণও করে।
এ নিয়ে উভয় প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে তর্ক-বিতর্ক ও হাতাহাতির ঘটনা ঘটে। পরে তা সংঘর্ষে রূপ নেয়।
এ’সময় মেডিকেল কলেজের বিভিন্ন ভবনের গ্লাস ভাংচুর করা হয়।
এএইচ/
আরও পড়ুন