তুচ্ছ ঘটনায় বরিশালে আওয়ামী লীগ-যুবলীগ সংঘর্ষ, আহত ১৫
প্রকাশিত : ১০:১৩, ৯ জুলাই ২০২৩
শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আহতদের চিকিৎসা চলছে
বঙ্গবন্ধুর সমাধিস্থল থেকে ফেরার পথে বরিশালে তুচ্ছ ঘটনার জের ধরে আওয়ামী লীগ ও যুবলীগের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই গ্রুপের ১৫ জন আহত হয়েছে। এ ঘটনায় বরিশালে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
শনিবার বিকালে কাশিপুর এলাকায় এই ঘটনা ঘটে।
আহতদের মধ্যে নগরীর ২৯ নম্বর ওয়ার্ডের ফাইজুল ইসলাম, আশিক, ২৯ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকারিয়া, সাজ্জাদ হোসেন, ফরহাদউদ্দিন, মাহাদি হাসান, মাসুদ, হাসান, তুহিন, রাহাত, জান এর নাম জানা গেছে।
প্রত্যক্ষদর্শী ও আহতরা জানান, বরিশাল সিটি করপোরেশনের নব নির্বাচিত মেয়র খোকন সেরনিয়াবাতের সাথে বঙ্গবন্ধুর সমাধিস্থলে ফুলেল শ্রদ্ধা নিবেদন শেষে বরিশালে ফেরার পথে পানি বন্টন ও বাসের সিটে বসাকে কেন্দ্র করে মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি জসীম উদ্দিনের অনুসারী ও ২৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইমরান মোল্লার সমর্থকদের সঙ্গে মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য অসীম দেওয়ানের অনুসারীদের মধ্যে কথা কাটাকাটি হয়।
এ ঘটনার জের ধরে নগরীর কাশিপুর এলাকায় বাস আসলে ইমরান মোল্লার অনুসারীরা অসীম দেওয়ানের অনুসারীদের উপর হামলা করে। এতে দুই পক্ষের ১৫ জন আহত হন।
পরে আহতদের উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা।
আহত ১৫ জনের মধ্যে ৪ জনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসকরা। আহতদের হাসপাতালের সার্জারি ও অর্থোপেডিক্স বিভাগে ভর্তি করা হয়েছে।
এএইচ
আরও পড়ুন