ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

তুমি আমার সময় কেন এলে না: ঋষি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৪০, ১৭ ফেব্রুয়ারি ২০১৮ | আপডেট: ২২:৫১, ১৭ ফেব্রুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

প্রিয়া প্রকাশ ভ্যারিয়ার। সোশ্যাল মিডিয়ার সৌজন্যে এই নামটি এখন অনেকেই জানেন। চেনেন প্রিয়ার দু’চোখের ইশারা।  দু’চোখের হাল্কা ইশারা প্রেমের অনেক ঘটনাই দর্শকদের মনে করিয়ে দিয়েছে। এবার তাঁকে নিয়ে হতাশা প্রকাশ করলেন ঋষি কাপুর।


অন্য অনেক বিষয়ের মতোই প্রিয়াকে নিয়ে টুইটারে নিজের মতামত প্রকাশ করেছেন ঋষি। আর সেখানেই উঠে এসেছে তাঁর হতাশা।
হতাশাই বটে! কারণ ঋষি লিখেছেন, ‘আচ্ছা, আমার সময়ে তুমি এলে না কেন?’ হয়তো মজা করেই ঋষি এই হতাশা প্রকাশ করেছেন!
 
তবে খোলা মনে প্রিয়ার প্রশংসাও করেছেন ঋষি। তিনি টুইট করেন, ‘আমি প্রেডিক্ট করছি, এই প্রিয়া বড় তারকা হবে। ওর এত এক্সপ্রেশন অথচ এমন সারল্য। প্রিয়া তুমি তোমার সমসাময়িক সব অভিনেত্রীকে ছাপিয়ে যাবে। ঈশ্বর তোমার মঙ্গল করুন।’ এর পরই মজা করে তিনি হতাশা প্রকাশ করেছন, ‘আচ্ছা, আমার সময়ে তুমি এলে না কেন?’

সূত্র: আনন্দবাজার
এমএইচ/ এমজে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি