ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪

তুরস্কে পুলিশ সদরদপ্তরের সামনে গাড়ি বোমা বিস্ফোরণে ৮ পুলিশ সদস্য নিহত, আহত ৪৫

প্রকাশিত : ১৯:২০, ২৬ আগস্ট ২০১৬ | আপডেট: ১৯:২০, ২৬ আগস্ট ২০১৬

তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলের সিজর শহরে পুলিশ সদরদপ্তরের সামনে গাড়ি বোমা বিস্ফোরণে ৮ পুলিশ সদস্য নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৪৫ জন। সিরিয়া ও ইরাকের সীমান্তবর্তী এ শহরে স্থানীয় সময় শুক্রবার সকালে হামলার ঘটনা ঘটে। হামলায় নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স ও হেলিকপ্টার পাঠানো হয়েছে। হামলায় পুলিশ সদরদপ্তরের ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে। কারা এই হামলা চালিয়েছে তা স্পষ্ট নয়। তবে তুরস্কের সংবাদমাধ্যমগুলো সশস্ত্র সংগঠন কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি-কে দায়ী করছে।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি