তুরস্কে সেনা অভ্যুত্থান চেষ্টায় জড়িত থাকার দায়ে ৪৫ হাজার কর্মকর্তা-কর্মচারি বরখাস্ত
প্রকাশিত : ১১:২৫, ২০ জুলাই ২০১৬ | আপডেট: ১১:২৫, ২০ জুলাই ২০১৬
তুরস্কে সেনা অভ্যুত্থান চেষ্টায় জড়িত থাকার দায়ে এক সপ্তাহে বরখাস্ত হয়েছে বিভিন্ন প্রতিষ্ঠানের ৪৫ হাজার কর্মকর্তা-কর্মচারি।
এরমধ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-ডিনের সংখ্যা ১৭ হাজারের বেশি। আর বরখাস্ত হওয়া পুলিশ কর্মকর্তার সংখ্যা প্রায় ৯ হাজার। এছাড়া মিডিয়া কর্মীরাও রয়েছেন। এরআগে প্রায় তিন হাজার শিক্ষক ও ৯ হাজার পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়। এদিকে যুক্তরাষ্ট্রের কাছে আনুষ্ঠানিকভাবে নির্বাসিত ধর্মীয় নেতা ফেতুল্লাহ গুলেনের বিরুদ্ধে সেনা অভ্যুত্থান চেষ্টায় জড়িত থাকার তথ্য-প্রমাণ পাঠিয়েছে তুর্কি সরকার। এ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে টেলিফোনে কথাও বলেছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান। গেল শুক্রবার রাতে তুরস্কের ওই সেনা অভ্যুত্থানে বেসামরিক নাগরিকসহ নিহত হয় ২শ’ ৯০ জন।
আরও পড়ুন