ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

তুরাগ তীরে চলছে ইজতেমার প্রস্তুতি (ভিডিও)

প্রকাশিত : ১৬:০৩, ৯ ফেব্রুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

টঙ্গীর তুরাগ পাড়ে জোরেসোরে চলছে বিশ্ব ইজতেমার প্রস্তুতি। সারা দিন মাঠ তৈরিতে ব্যস্ত তাবলিগ জামায়াতের কর্মীরা। ১৫ ফেব্র“য়ারি শুরু হবে ৪ দিনের এই আয়োজন। এক পর্বেই শেষ হবে মুসলিম উম্মার এই সমাবেশ। তবে, আখেরি মোনাজাত হবে দুটি।

স্থান সংকুলান না হওয়ায় ২০১১ সাল থেকে দুই পর্বে অনুষ্ঠিত হয়ে আসছিল বিশ্ব ইজতেমা।

দিল্লী মারকাজের শীর্ষ মুরুব্বী সা’দ কান্দলভী ও বাংলাদেশের মাওলানা জুবায়েরের অনুসারীদের বিবাদে, সম্প্রতি সমঝোতা হয়। সে হিসেবে টানা চারদিনের ইজতেমা শুরু হচ্ছে আগামী শুক্রবার।

টঙ্গীর তুরাগ পাড়ে এরই মধ্যে অনেকটা এগিয়েছে ময়দানের কাজ। যোগ দিচ্ছেন বিভিন্ন জায়গা থেকে আসা মুসল্লীরা।

বুধবারের মধ্যে ময়দান পুরোপুরি প্রস্তুত হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। মুসলিম উম্মাহ’র ঐতিহ্য রক্ষায় সফল ইজতেমা আয়োজনে সার্বিক প্রস্তুতি নিয়েছে প্রশাসন। প্রতিবারের মতোই থাকবে আইনশৃংখলা বাহিনীর বিশেষ নজরদারি

এবারের বিশ্ব ইজতেমায় দুই পক্ষে দুটি আখেরি মোনজাত হবে। একটি শনিবার এবং অপর মোনাজাত সোমবার।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি