ঢাকা, বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

তুরাগে আগুন লেগে একই পরিবারের ৩ জন নিহত

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৩:৪৩, ৪ জানুয়ারি ২০২২

Ekushey Television Ltd.

রাজধানীর তুরাগ থানার চন্ডালভোগ এলাকায় আগুন লেগে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে একজন পুরুষ ও দুইজন নারী। বিদ্যুতিক শটসার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

ফায়ার সার্ভিসের কন্ট্রোলরুম জানায়, মঙ্গলবার ভোর ৪টা ২০ মিনিটে তুরাগের চন্ডালভোগ এলাকায় একটি টিনশেড কলোনিতে আগুনের সূত্রপাত ঘটে। 

সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের উত্তরা শাখা থেকে তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

এরপর দুই কক্ষ বিশিষ্ট ঘরটিতে উদ্ধার অভিযান চালিয়ে জাহাঙ্গীর (১৯), রুমা আক্তার (১৭) ও আফরিন (১৪) নামে তিনজনের মৃতদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস কর্মীরা।

স্থানীয়দের মাধ্যমে জানা গেছে, নিহত দু’জন ভাই-বোন, অপরজন তাদের খালাতো বোন।

এসময় আগুনে পুড়ে যায় টিনশেড কলোনির দুটি ঘর।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি