ঢাকা, বুধবার   ১২ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

তৃণমূল হল ‘ভাইরাস’, যে ওষুধে মরে সেই ওষুধ দিন: বিজেপি মন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:০৩, ১৬ ফেব্রুয়ারি ২০২৫ | আপডেট: ১৫:০৪, ১৬ ফেব্রুয়ারি ২০২৫

Ekushey Television Ltd.

পশ্চিমবঙ্গের শাসকদল তৃণমূল কংগ্রেসকে ‘ভাইরাস’ বলে উল্লেখ করেছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। তিনি বলেছেন, এই ভাইরাস যে ওষুধে মরে সেই ওষুধ দিন, বিজেপি আপনার সাথে আছে।

শনিবার নদিয়ার শান্তিপুরে একথা বলেন তিনি। 

গত ১২ জানুয়ারি বিজেপি পরিচালিত শান্তিপুর পঞ্চায়েত সমিতির অফিসে ব্যাপক ভাঙচুর চালায় তৃণমূল। সভাপতি ও সহসভাপতির রুমে ঢুকে তাণ্ডব চালায় তৃণমূল দুষ্কৃতকারীরা। ভাঙচুর করা হয় চেয়ার টেবিল। সভাপতি ও সহসভাপতির নেমপ্লেট ভেঙে দেওয়াল থেকে খুলে ফেলে তারা। এমনকী জাতীয় পতাকা মাটিতে ফেলে তার ওপর দিয়ে মাড়িয়ে যায় বলে অভিযোগ।

সেই ঘটনার প্রতিবাদে শনিবার শান্তিপুরে মিছিল করেন সুকান্তবাবু। এরপর পঞ্চায়েত সমিতির দফতরে পৌঁছে সভাপতি নৃপেন মণ্ডল ও সহসভাপতি চঞ্চল চক্রবর্তীর ঘরের সামনে নেমপ্লেট ফের লাগান তিনি।

এরপর এক সভায় সুকান্তবাবু বলেন, ‘আমার পঞ্চায়েত সমিতির সভাপতি, সহসভাপতির দফতরের নেমপ্লেট খুলে নিয়েছে তৃণমূল। এর পাল্টা দৃশ্য আমরা দেখতে চাই। পরিষ্কার বলে দিচ্ছি, এখন সময় এসেছে ২৬-এর লড়াইয়ের। তৃণমূল যদি ঢিল মারে, পাটকেল মারার ব্যবস্থা করুন।’

তিনি আরও বলেন, ‘দুদিন আগে এক তৃণমূল নেতা বলেছে, ২৬-এর ভোটে না কি রেফারি থাকবে না। আমি তৃণমূল নেতাদের বলব, মাঝখান থেকে পুলিশটাকে সরিয়ে দিন। বিজেপি মেরে আপনাদের পা ভেঙে দেবে। তৃণমূলের কী চিকিৎসা হবে সব বলে দেওয়া আছে। যে রোগী যে ওষুধে ভালো হবে তাকে সেই ওষুধ দিতে হবে। তৃণমূল হল একটা ভাইরাস। একে যে ওষুধ দিলে ভালো হয় আপনি দিন। ভারতীয় জনতা পার্টি আপনার সাথে আছে।’

সূত্র: হিন্দুস্থান টাইমস

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি