ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

তৃতীয় ওয়ানডের জন্য ডাক পেলেন সৌম্য

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:১৩, ২৪ অক্টোবর ২০১৮

এশিয়া কাপে ধারাবাহিক ফর্ম করতে না পারায় দল থেকে ছিটকে পড়েছেন সৌম্য সরকার। তবে ঘরোয়া লীগে চোখ ধাঁধাঁনো পারফরমেন্স করেছেন। যার ফলে টিম ম্যানেজমেন্ট বাধ্য হয়েছে তাকে দলে ডাকতে।

জিম্বাবুয়ের বিরুদ্ধে চলমান তৃতীয় ওয়ানডেতেই দলে অন্তর্ভূক্তি হয়েছেন এই ওপেনার। তবে তৃতীয় ম্যাচে একাদশে থাকবেন কি-না সেটি নিশ্চিত নয়।

সৌম্যর স্কোয়াডে ফেরা নিশ্চিত করেছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন। স্কোয়াডে ফিরলেও যে একাদশে ফিরবেন, তা এখনই নিশ্চিত করে বলা কঠিন। সেটাই বলেছেন মিনহাজুল। সৌম্যকে জায়গা দিতে স্কোয়াড থেকে কাউকে বাদ দেওয়া হয়নি।

ঘরোয়া ম্যাচ খেলার মাঝখানে জাতীয় দলে ডাক পাওয়া অনেকটা কাকতালীয় ব্যাপারই। তবে সৌম্যের ক্ষেত্রে এটি প্রথম নয়।

সৌম্য অবশ্য এশিয়া কাপের দলেও গিয়েছিলেন আকস্মিকভাবে। সেটি তাঁর জন্য সুখবর অভিজ্ঞতা বয়ে আনেনি। ফলে জিম্বাবুয়ে সিরিজের প্রথম দুই ওয়ানডের স্কোয়াডে ছিলেন না। কিন্তু এর মধ্যে ঘরোয়া ক্রিকেটে ব্যাটে বলে দারুণ পারফরম্যান্স তো করেছেনই, প্রস্তুতি ম্যাচেও জিম্বাবুয়ের বিপক্ষে ছিল সেঞ্চুরি।

জাতীয় দলে ফিরে আসা যেকোনো ক্রিকেটারের জন্যই সুখবর। সৌম্যও খুশি। ফোনে ধরতেই খুশির রেশটা স্পষ্ট টের পাওয়া গেল।

/ এআর /


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি