তৃতীয় টেস্টে চালকের আসনে ভারত
প্রকাশিত : ১৮:৫৯, ২০ আগস্ট ২০১৮ | আপডেট: ১১:৫২, ২১ আগস্ট ২০১৮
ভারত: ২০৫/২
প্রথম ও দ্বিতীয় টেস্টে ব্যাটিং ব্যর্থতায় হারের পর তৃতীয় টেস্টে ব্যাটিং-বোলিং দুই ফরম্যাটেই অসাধারণ নৈপুণ্য দেখাচ্ছে টিম ইন্ডিয়া। প্রথম ইনিংসে ৩০০ প্লাস রান করার পর দ্বিতীয় ইনিংসেও বড় সংগ্রহের দিকে এগুচ্ছে কোহলি এন্ড কোং।
এদিকে প্রথম ইনিংসে ব্যাটসম্যানদের দেখানো পথেই হেঁটেছেন বোলাররা। মাত্র ১৬১ রানের মধ্যেই বেঁধে ফেলেছেন টেস্ট ক্রিকেটের আঁতুড়ঘর খ্যাত ইংল্যান্ডকে। এরপর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ধারাবাহিকতা ধরে রেখেছে পূজারা-কোহলিরা।
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শিখর দাওয়ানের দারুণ শুরু করেন শিখর দাওয়ান ও লোকেশ রাহুল। দুজনই খেলতে থাকেন ওয়ানডে স্টাইলে। ধাওয়ান ৬৩ বল খেলে করেন ৪৪ রান। অন্যদিকে রাহুল ছিলেন আরও আক্রমণাত্বক। মাত্র ৩৩ বল খেলে ঝুলিতে যোগ করেন ৩৬ রান।
এই দুইজন আউটের পরই টেস্ট মেজাজে খেলা শুরু করেন চেতেশ্বর পূজারা ও বিরাট কোহলি। চেতেশ্বর ১৮১ বলে করেন ৬২ রান, কোহলি ১০৪ বলে ৫৮ রান নিয়ে অপরাজিত রয়েছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত তৃতীয় দিনে ভারতের সংগ্রহ ২০৫ রান। হাতে আছে আরও ৮ উইকেট। এখন ৬৪ ওভারের খেলা চলছে।
এমজে/