ঢাকা, বুধবার   ০৮ জানুয়ারি ২০২৫

তৃতীয় বিয়ে করলেন ইমরান খানের সাবেক স্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫৩, ২৪ ডিসেম্বর ২০২২

পাকিস্তানের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানের সাবেক স্ত্রী রেহাম খান আবার বিয়ে করেছেন। 

মার্কিনপ্রবাসী পাকিস্তানি মডেল ও অভিনেতা মির্জা বিলাই বেগের সঙ্গে গতকাল শুক্রবার রেহামের বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। রেহাম নিজেই সোশ্যাল মিডিয়ায় সকলকে এই খবর দিয়েছেন। 

জানিয়েছেন, ‘অবশেষে একজন মানুষকে পেলাম, যাকে বিশ্বাস করা যায়।’ ৪৯ বছরের রেহাম এখন আমেরিকাতেই থাকেন। মির্জা বিলাইয়ের বয়স ৩৬ বছর। বিয়েতে তার পরনে ছিল জাম রঙের স্যুট। রেহামের পরনে ছিল সাদা পোশাক। 

জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, তার নতুন স্বামী পেশায় একজন কর্পোরেট। তিনি সাবেক মডেলও বটে।

২০১৪ সালে ক্রিকেটার থেকে রাজনৈতিক বনে যাওয়া ইমরানের সঙ্গে বিয়ে হয়েছিল রেহামের। কিন্তু সেই বিয়ে ১০ মাসের বেশি টেকেনি। রেহাম ছিলেন ইমরান খানের দ্বিতীয় স্ত্রী।

৪৯ বছর বয়সী ব্রিটিশ-পাকিস্তানি সাংবাদিক রেহামের প্রথম বিয়ে হয় ১৯৯৩ সালে। তবে ২০০৫ সালে সেটি ভেঙে যায়। এই নিয়ে রেহাম তৃতীয় বিয়ে করলেন।

এমএম/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি