তৃতীয় সন্তানের বার্তা দিলেন উইলিয়াম-কেট
প্রকাশিত : ১০:৩৫, ৫ সেপ্টেম্বর ২০১৭ | আপডেট: ১৬:০৫, ৫ সেপ্টেম্বর ২০১৭
ব্রিটেনের রাজপুত্র উইলিয়াম ও রাজবধূ কেট মিডলটন দম্পতি তৃতীয় সন্তানের জন্ম দিতে যাচ্ছেন। স্থানীয় সময় সোমবার রাজপরিবারের পক্ষ থেকে এ বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তাদের অনাগত সন্তান রাজসিংহাসনের পঞ্চম উত্তরাধিকারী হবে। খবর ডেইলি মেইলের।
কেনসিংটন প্রাসাদের পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়েছে, দ্য ডিউক অ্যান্ড ডাচেস অব কেমব্রিজ খুবই আনন্দের সঙ্গে জানাচ্ছেন যে, ডাচেস অব কেমব্রিজ তৃতীয় সন্তানের মা হতে চলেছেন। উইলিয়াম-কেট দম্পতির আরও দুটি সন্তান রয়েছে। তাদের মধ্যে বড় সন্তান জর্জের বয়স চার বছর এবং ছোট সন্তান শার্লটের বয়স দুই বছর।
উইলিয়াম ও কেট যৌথ বিবৃতিতে বলেন, আমাদের প্রথম সন্তান জর্জ হৃদয় নিংড়ানো ভালোবাসা দিয়ে আমাদের গর্বিত করেছে, এরপর আমাদের ঘর আলো করে আসে একটি রাজকন্যা। এখন আমরা তৃতীয় জনের অপেক্ষায়…।
এ সংবাদে রানি এলিজাবেথও অত্যন্ত আনন্দিত বলে জনানো হয়েছে রাজপরিবারের পক্ষ থেকে।
তৃতীয় সন্তানের আগমন উপলক্ষে মাতৃত্বজনিত অসুস্থতায় ভুগছেন কেট। এ কারণে তিনি পূর্বনির্ধারিত অনুষ্ঠানও বাতিল করেছেন বলে জানা গেছে।
//এআর
আরও পড়ুন