তৃতীয় স্ত্রীর মামলায় স্বামীর কারাদণ্ড
প্রকাশিত : ২১:৫১, ১ জুলাই ২০১৯
ফেনীতে তৃতীয় স্ত্রীর দায়ের করা যৌতুক মামলায় সাইফুল ইসলাম (৩৫) নামের এক ব্যক্তিকে ২ বছর ৫ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।
সোমবার ফেনীর সিনিয়র জুড়িশিয়াল ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইনের আদালত সাইফুল ইসলামকে এ দণ্ড প্রদান করেন। সঙ্গে ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেয়া হয়।
বাদী, পুলিশ ও আদালত সূত্র জানায়, ২০০৫ সালে কিশোরগঞ্জের কুলিয়াচর উপজেলার তারাকান্দি গ্রামের সৈয়দ আহমদের মেয়ে মমতাজ বেগমের সঙ্গে একই এলাকার আবদুল গণির ছেলে সাইফুলের বিবাহ হয়।
৩ সন্তানের সংসার নিয়ে তারা দীর্ঘদিন ফেনী শহরের সার্কিট হাউজ এলাকায় বসবাস করে আসছেন।
২০১৭ সালে সাইফুল সিএনজি কেনার জন্য তার স্ত্রীর কাছে ১ লাখ টাকা যৌতুক দাবি করে। মমতাজ ওই টাকা দিতে অস্বীকৃতি জানালে সাইফুল তাকে একপর্যায়ে ঘর থেকে বের করে বাপের বাড়িতে পাঠিয়ে দেয়।
বিষয়টি নিয়ে পারিবারিক ও সামাজিকভাবে মীমাংসার চেষ্টা করে ব্যর্থ হয়ে ২০১৮ সালে মমতাজ বাদী হয়ে ফেনীর আদালতে সাইফুলের বিরুদ্ধে যৌতুক মামলা দায়ের করেন।
ওই মামলায় ৩ জনের স্বাক্ষ্যগ্রহণ শেষে সোমবার ফেনীর সিনিয়র জুড়িশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে রায় ঘোষণা করা হয়। রায়ে আসামী সাইফুল ইসলামকে ২ বছর ৫ মাসের সশ্রম কারাদণ্ড ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।
মামলার বাদী মমতাজ জানান, আসামী সাইফুল এ যাবতকালে ৩টি বিয়ে করেছেন। সে যৌতুকের জন্য এর আগেও ২ স্ত্রীকে ঘরছাড়া করেছে।
এছাড়াও সাইফুল দেশের বিভিন্নস্থানে গিয়ে নাম পাল্টিয়ে থাকেন। সে কখনো নিজেকে হৃদয় উল ইসলাম, কখনো রফিকুল ইসলাম আবার কখনো সাইফুল ইসলাম প্রচার করে থাকে।
আসামী পক্ষের আইনজীবী রহিমা খাতুন হেলফী জানান, আসামীর বিরুদ্ধে আনিত অভিযোগ সন্দেহাতীতভাবে সত্য প্রমাণিত হওয়ায় আদালত কারাদণ্ডাদেশ প্রদান করেছেন।
আই/এসি
আরও পড়ুন