ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

তৃতীয়বারের মতো নিষিদ্ধ বোলার হাফিজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০৮, ১৭ নভেম্বর ২০১৭ | আপডেট: ১৩:০৯, ১৭ নভেম্বর ২০১৭

অবৈধ বোলিং অ্যাকশনের জন্য আন্তর্জাতিক ক্রিকেটে আবারও নিষিদ্ধ হলেন পাকিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ। বিশ্ব ক্রিকেটের নির্বাহী সংস্থা আইসিসি থেকে আজ তাৎক্ষণিকভাবে ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের সেরা অলরাউন্ডার হাফিজকে আন্তর্জাতিক ক্রিকেটে বোলিংয়ে নিষিদ্ধ ঘোষণা করেছে। গত মাসে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডেতে হাফিজের বোলিং এ্যাকশন অবৈধ বলে রিপোর্ট করেন ম্যাচ কর্মকর্তারা।

আইসিসির বিবৃতিতে বলা হয়েছে,  বোলিংয়ের সময় হাফিজের কনুই নির্ধারিত ১৫ ডিগ্রির চেয়ে বেশি বাকা হয়ে যাচ্ছে। একই অভিযোগে এর আগেও দুই বার নিষিদ্ধ ছিলেন হাফিজ। ২০১৫ সালের জুলাই থেকে এক বছর নিষিদ্ধও ছিলেন তিনি। দুই বছরের মধ্যে দ্বিতীয়বার তার বোলিং এ্যাকশন অবৈধ ঘোষিত হলো।

আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ থাকলেও ঘরোয়া ক্রিকেটে খেলতে পারবেন তিনি। তবে অ্যাকশন শুধরে ফেলতে পারলে আন্তর্জাতিক ক্রিকেটেও আবার বল হাতে দেখা যেতে পারে তাকে।

সূত্র : আইসিসি

এমআর


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি