ঢাকা, শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪

তৃতীয়বারের মতো বিজিএমইএ কাপ ফুটবল টূর্নামেন্ট

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:১৪, ১৭ ফেব্রুয়ারি ২০১৮ | আপডেট: ২২:২১, ১৭ ফেব্রুয়ারি ২০১৮

বিজিএমইএ’র উদ্যোগে সদস্যভূক্ত কারখানাগুলোর অংশগ্রহনে  ‘বিজিএমইএ কাপ-২০১৮’ শীর্ষক একটি ফুটবল টুর্নামেন্ট হতে যাচ্ছে। পোশাক শিল্পের মুখপাত্র সংগঠন এই বিজিএমইএ শুধুমাত্র বানিজ্যিক কর্মকান্ডে নিজেকে আবদ্ধ রাখেনি, বরং বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের CSR কার্যক্রম, এমনকি বেশ কিছু ব্যতিক্রমী উদ্যোগও গ্রহন করেছে। এরকমই একটি ব্যতিক্রমী উদ্যোগ হচ্ছে বিজিএমইএ কাপ ফুটবল টূর্নামেন্ট এর আয়োজন। 

বিজিএমইএ’র ইতিহাসে প্রথমবারের মতো গত ১৭ মার্চ- ০১ এপ্রিল ২০১৬ উত্তরাস্থ ইন্টারন্যাশনাল টার্কিশ হোপ স্কুলের অ্যাস্ট্রো-টার্ফ মাঠে `BGMEA CUP Football Tournament’ এর গ্রুপ পর্বের খেলাগুলো এবং আর্মি ষ্টেডিয়ামে টূর্নামেন্ট এর ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিলো। সে সময় জিটিভি ফাইনাল ম্যাচটি সরাসরি সম্প্রচার করেছিলো।

পূর্বের ধারাবাহিকতা রক্ষা করে বিজিএমইএ এবছরেও তৃতীয়বারের মতো বিজিএমইএ কাপ ফুটবল টূর্নামেন্ট আয়োজন করার উদ্যোগ গ্রহন করেছে। আগামী ২০ ফেব্রুয়ারি- ০২ মার্চ ২০১৮, উত্তরাস্থ ইন্টারন্যাশনাল টার্কিশ হোপ স্কুলের অ্যাস্ট্রো-টার্ফ মাঠে টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে।

এবারের টূর্নামেন্টে বাংলাদেশের ১৬টি স্বনামধন্য পোশাক প্রতিষ্ঠান অংশগ্রহন করছে। প্রতিষ্ঠানগুলো হচ্ছে বান্দো ডিজাইন লিঃ (চ্যাম্পিয়ান ২০১৭), ইউথ গ্রুপের কমফিট কম্পোজিট নীট লিঃ (রানার-আপ ২০১৭), এপিলিয়ন গ্রুপ, অনন্ত গ্রুপ, নাসা গ্রুপ, মজুমদার গ্রুপ, এসপায়ার গার্মেন্টস, ষ্টারলিং গ্রুপ, ভারসাটাইল গ্রুপ, মেহনাজ ষ্টাইল এন্ড ক্রাফট লিঃ, টর্ক ফ্যাশনস লিঃ, মাস্ক ট্রাউজার লিঃ, ফরটিস গ্রুপ, সেলফ ইনোভেটিভ ফ্যাশন, আলি গার্মেন্টস ও অ্যাপারেল ইন্ডাষ্ট্রি লিঃ।

আগামী ২০ ফেব্রুয়ারি ২০১৮ বিকাল ৫টায় ইন্টারন্যাশনাল টার্কিশ হোপ স্কুলের অ্যাস্ট্রো-টার্ফ মাঠে টূর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান ও প্রথম ম্যাচ হবে। আগামী ০২ মার্চ ২০১৮ বিকাল ৩:৩০ ঘটিকায় আর্মি ষ্টেডিয়ামে টূর্নামেন্ট এর ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হবে।

এসি/


Ekushey Television Ltd.

© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি