ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

তেরেসা মে’কে হত্যা করতে চেয়েছিলেন বাংলাদেশি বংশোদ্ভূত যুবক ?

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২৮, ৭ ডিসেম্বর ২০১৭ | আপডেট: ১৩:১৪, ৭ ডিসেম্বর ২০১৭

ব্রিটিশ প্রধানমন্ত্রী তেরেসা মে’কে হত্যার ষড়যন্ত্র করার অভিযোগে নাইমুর জাকারিয়া রহমান নামে বাংলাদেশি বংশোদ্ভূত যুবককে গতকাল বুধবার লন্ডনের একটি আদালতে হাজির করা হয়।

উত্তর লন্ডনের বাসিন্দা ২০ বছরের এই যুবক লন্ডনের ওয়েস্টমিনস্টার ম্যাজিস্ট্রেট আদালতে নিজেকে ব্রিটিশ-বাংলাদেশি বলে পরিচয় দেন। তার বিরুদ্ধে অভিযোগ, সে প্রধানমন্ত্রীর বাসভবন ডাউনিং স্ট্রীটের নিরাপত্তা গেটে বোমা বিস্ফোরণ ঘটিয়ে ঢুকে পড়ে ছুরি, পেপার স্প্রে এবং সুইসাইড ভেস্ট ব্যবহার করে প্রধানমন্ত্রী তেরেসা মেকে হত্যার ষড়যন্ত্র করেছিলো।

জাকারিয়া রহমান অবশ্য আদালতে অবশ্য নিজেকে নির্দোষ বলে দাবি করেছেন। আদালত তাকে পুলিশের হেফাজতে পাঠিয়ে দিয়েছে। আগামী ২০শে ডিসেম্বর তাকে আবারও উচ্চতর আদালতে হাজির করা হবে।

লন্ডনে সন্ত্রাস-বিরোধী পুলিশ গতমাসে নাইমুর জাকারিয়া রহমানকে গ্রেপ্তার করে। তবে গতকাল বুধবার তার নাম পরিচয় প্রকাশ করা হয়। তার বিরুদ্ধে আরও একটি সন্ত্রাসের অভিযোগ : সে পাকিস্তানী বংশোদ্ভূত এক তরুণকে লিবিয়ায় কট্টর ইসলামপন্থীদের হয়ে যুদ্ধ করতে যেতে সহযোগিতা করছিলো। ওই তরুণকেও একইসাথে আদালতে হাজির করা হয়।

 

সূত্র : বিবিসি বাংলা

 /এমআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি