ঢাকা, বুধবার   ২৬ জুন ২০২৪

তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির মিছিলে পুলিশের বাধা

প্রকাশিত : ২০:০৭, ১৮ অক্টোবর ২০১৬ | আপডেট: ২০:০৭, ১৮ অক্টোবর ২০১৬

রামপাল বিদ্যুৎকেন্দ্র বাতিলের দাবিতে তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির মিছিলে বাধা দিয়েছে পুলিশ। মঙ্গলবার দুপরে রাজধানীর মালিবাগে এই ঘটনা ঘটে। রামপালে বিদ্যুকেন্দ্র বাতিলের দাবীতে ভারতের প্রধামন্ত্রীর উদ্দেশ্যে খোলা চিঠি দেয়ার কর্মসূচী দেয় জাতীয় কমিটি। সে উপলক্ষে জাতীয় প্রেসক্লাব থেকে মিছিল নিয়ে গুলশানে ভারতীয় হাইকমিশনের  উদ্দেশ্যে রওনা হয় তারা। কিন্তু মালিবাগ এলাকায় পৌঁছালে পুলিশ তাদের বাধা দেয়। এসময় পুলিশী বাধা অতিক্রম করে মিছিল নিয়ে যাওয়ার চেষ্টা করলে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার শেল নিক্ষেপ করেছে পুলিশ।
Ekushey Television Ltd.


Nagad Limted







© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি