ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

তেল-ব্যাটারি নয়, ট্রাক্টর চলছে গোবরে (ভিডিও)

মহিমা পলি, একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪৮, ২৯ জানুয়ারি ২০২৩ | আপডেট: ১১:৫৯, ২৯ জানুয়ারি ২০২৩

Ekushey Television Ltd.

তেল কিংবা ব্যাটারি নয়, ট্রাক্টর চলছে গোবরে। ‘বেনামান’ নামে এক ব্রিটিশ কোম্পানি তৈরি করেছে গোবর-চালিত এই ট্রাক্টর। জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানোর পাশাপাশি পরিবেশ দূষণ রোধেও এ ট্রাক্টর ভূমিকা রাখবে বলে মনে করছে নির্মাতা কোম্পানি। 

ট্রাক্টর একটি গুরুত্বপূর্ণ কৃষি উপকরণ। বিশ্বজুড়ে কৃষকরা জমি চাষ, চারা বপন, কৃষি-পণ্য পরিবহনে ট্রাক্টর ব্যবহার করেন। চাষাবাদের বাইরেও ট্রাক্টরের ব্যবহার হয়। সাধারণত ট্রাক্টর চলে ডিজেল বা ব্যাটারিতে। 

তবে প্রযুক্তির উৎকর্ষতায় নতুন এক ট্রাক্টর তৈরি করেছে ব্রিটিশ কোম্পানি ‘বেনামান’। তেল কিংবা ব্যাটারির সাহায্যে নয়, এটি চলবে গোবর দিয়ে। গোবর-চালিত এ ট্রাক্টরের নাম রাখা হয়েছে টি-সেভেন।  

নির্মাতা প্রতিষ্ঠান জানায়, গোবর থেকে মিথেন গ্যাস উৎপন্ন হবে, যা ট্রাক্টরের পেছনে একটি ‘ক্রায়োজেনিক ট্যাঙ্কে’ জমা হয়ে হিমাঙ্কের ১৬২ ডিগ্রি নিচের তাপমাত্রায় তরল মিথেনে রূপান্তরিত হবে। যার দহনে উৎপাদন করে শক্তি। ডিজেলে যে পরিমাণ শক্তি উৎপাদিত হয়, মিথেন থেকেও একই শক্তি মিলে। 

বিশ্বজুড়ে চলছে পরিবেশ আন্দোলন। জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানোর কথা বলছেন পরিবেশবাদীরা। ঠিক এমন সময়ে গোবর-চালিত এই ট্রাক্টর উদ্ভাবন পরিবেশ দূষণ রোধে ভূমিকা রাখবে বলছেন নির্মাতা প্রতিষ্ঠানটি। 

বিশ্লেষকরা বলছেন, গবাদী পশুর খামার থেকে পর্যাপ্ত গোবরের যোগান আসে। যার বড় একটি অংশ ব্যবহার হতে পারে এই ট্রাক্টর চালনায়। আর জৈব সার হিসেবেও জমিতে গোবরের ব্যবহার কৃষি উৎপাদনে কার্যকরি।

এছাড়া কৃষিকে কার্বনমুক্ত করতেও এই ট্রাক্টর ইতিবাচক অবদান রাখতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি