ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

তৈমুরের নাম বদল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:০৩, ১১ জানুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

কিছুদিন হলো সাইফ-কারিনার ছেলে তৈমুরের প্রথম জন্মদিন উদযাপন করা হয়েছে। সেই সময় ছেলের জন্মদিন উপলক্ষ্যে পতৌদি প্রাসাদে উড়ে গিয়েছিলেন তারকা দম্পতি। পতৌদির প্রাসাদ থেকে ফিরে বড়দিনের পার্টি করতে ছেলে তৈমুরকে নিয়ে সুইজারল্যান্ডে উড়ে যান সাইফ-কারিনা। কিন্তু, সেখান থেকে ফিরে আসার পরই পাল্টে গেলো পতৌদির ছোট্ট নবাবের নাম।

তৈমুর আলি খান-কে নাকি ‘টিম’ বলে ডাকেন সাইফ, কারিনা। বাড়িতে সব সময়ই তৈমুরকে ওই নামে ডাকেন তারা। ছোট্ট তৈমুরের নাম পরিবর্তনের এ খবর প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়ে গেছে।

এদিকে তৈমুরের নাম নিয়ে যখন জোর জল্পনা শুরু হয়েছে, তখন জানা গেছে কারিনা নাকি ছেলেকে ‘লিটল জন’ বলেও ডাকেন। বাড়িতে ছেলেকে ওই নামে ডাকেন তিনি। কিন্তু, এবার প্রকাশ্যে এলো তৈমুরের আরও একটি নাম।

সম্প্রতি সংবাদমাধ্যমের সামনে এসে সাইফ বলেন, নীল চোখের তৈমুরের মধ্যে যেমন রয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর, তেমনি রয়েছেন মনসুর আলি খান পতৌদি। একই সঙ্গে ওর মধ্যে রয়েছেন রাজ কাপুরও।

সূত্র : জি নিউজ

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি