ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

তৈমুরের রাজকীয় জন্মদিনের তোরজোড়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৪৭, ১৮ ডিসেম্বর ২০১৭ | আপডেট: ১২:০৩, ১৮ ডিসেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

আগামী ২০ ডিসেম্বর ১ বছরে পা দেবে সাইফ-কারিনার নবাব পুত্র তৈমুর আলি খান। ইতিমধ্যেই তৈমুরের জন্মদিন সেলিব্রেশনের জন্য পাতৌদির প্রাসাদে পৌঁছে গিয়েছেন সাইফ-কারিনা। তোরজোড় চলছে জোর কদমে। দিনটি উদযাপন করা হবে বেশ রাজকীয়ভাবেই। সে আভাসই দিলেন পাতৌদী পরিবার।
যদিও এ প্রসঙ্গে তৈমুরের খালা আরেক বলিউড নায়িকা কারিশমা কাপুর ভারতীয় গণমাধ্যমকে জানিয়েছিলেন, তৈমুরের জন্মদিন ধুমধাম করে পালন করা কোনো পরিকল্পনা নেই। কিন্তু এখন শোনা যাচ্ছে ভিন্ন কথা। হরিয়ানার সেই প্রাসাদটি নাকি এরইমধ্যে অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি শুরু করে দিয়েছে।
অনুষ্ঠানে দুই তারকা পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুরা উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
অপরদিকে ছোট্ট তৈমুর যে ধীরে ধীরে বড় হচ্ছে তা বেশ বোঝা যাচ্ছে তার দুষ্টুমিতে। সম্প্রতি ‘জুড়বা-২’ অভিনেত্রী জ্যাকলিন সামনাসামনি হয়েছিলেন ছোট্ট নবাবের। দুষ্টু মিষ্টি তৈমুরকে দেখে তার ছবি ও ভিডিও তুলছিলেন অভিনেত্রী।
কিন্তু জ্যাকলিনের সঙ্গে তৈমুর কী করল জানেন? ভিডিও তোলার সময় জ্যাকলিনের ফোন কেড়ে নেয় তৈমুর।

সূত্র : জি নিউজ
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি