তৈরি পোশাকের ছোটো কারখানাগুলোতে ঈদের কাজের চাপ ভীষণ
প্রকাশিত : ১৩:০২, ৯ জুন ২০১৭ | আপডেট: ১৩:২৭, ৯ জুন ২০১৭
দর্জি বাড়িতে ভীড় না থাকলেও রাজধানীর ছোটো ছোটো তৈরি পোশাকের কারখানাগুলোতে ঈদের কাজের চাপ ভীষণ। বিভিন্ন এলাকার ব্যবসায়ীদের চাহিদার ভিত্তিতে পোশাক যোগান দিতে কারিগর বাড়িয়েছেন মালিকরা। দিন-রাত ব্যস্ততা এসব কারখানায়।
সেলাই মেশিনের এমন ছন্দময় শব্দ বলে দেয় বিশ্রাম নেই। সামনে ঈদ। হাত পা চালিয়ে কাজ করছেন দর্জিরা।
কাজের চাপ কেমন জানতে চাইলে, একটু খানি দম নেন শ্রমিকরা।
কারখানায় আলো বাতাস কম। তবুও এই ছোট্ট পরিসরে প্রতিদিন যা পোশাক বানানো হয় তা বড় গার্মেন্টস থেকে নেহাৎ কম নয়।
শুধু কি সেলাই! সাথে কাপড় কাটা, সুতা কাটা, বোতাম বোনা আর সব শেষে পোশাক ইস্ত্রি করতে ব্যস্ত শ্রমিকরা।
কারিগর ও মালিকরা আশা করছেন ঈদের অন্তত সপ্তাহখানেক আগেই মেশিন বন্ধ করবেন তারা।
আরও পড়ুন